শেষ আপডেট: 15th July 2023 14:38
দ্য ওয়াল ব্যুরো: এমাসের শুরুতেই ইদের সময় বাংলাদেশে (Bangladesh) মুক্তি পেয়েছিল আফরান নিশোর প্রথম ফিচার ফিল্ম ‘সুড়ঙ্গ’ (Suranga)। দুই বাংলাতেই আফরানের জনপ্রিয়তা প্রশ্নাতীত। বাংলাদেশে ছবিটি মুক্তি পাওয়ার পর ভালই সাফল্য পেয়েছে। এবার কাঁটাতার পেরিয়ে এপার বাংলাতেও (West Bengal) নিশোর ‘সুড়ঙ্গ’ আসতে চলেছে। এই ঘোষণা করেছে টলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)।
পশ্চিমবঙ্গে যে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে, সে কথা আগেই জানিয়েছিলেন ছবির পরিচালক রায়হান রাফী। এবার হল আনুষ্ঠানিক ঘোষণা। এসভিএফের তরফে শুক্রবার রাতে একটি ফেসবুক পোস্ট করে জানানো হয় যে, আগামী ২১ জুলাই গোটা পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বাংলাদেশের এই সিনেমাটি। সম্প্রতি চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ ঘিরে উত্তাল হয়েছিল কলকাতা। এবারও তেমন কিছু হবে বলেই আশা করা হচ্ছে।
উল্লেখ্য, সাফটা চুক্তির আওতায় দু’দেশের মধ্যে ছবি আদান-প্রদান হয়। তবে ‘সুড়ঙ্গ’-এর ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। এসভিএফ সম্পূর্ণ নিজেদের আগ্রহে ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তির ব্যবস্থা করছে। এই প্রসঙ্গে পরিচালক রায়হান রাফীর বক্তব্য, বাংলাদেশি ছবির জন্য এটা খুবই বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়। তবে এসভিএফের এমন পদক্ষেপের পিছনে আরও একটি বিষয় দেখছে কেউ কেউ।
দেখা গিয়েছে, এবছর এখনও অবধি তিনটি ছবি মুক্তি পেয়েছে এসভিএফের ব্যানার থেকে। ফেব্রুয়ারিতে ‘দিলখুশ’, এপ্রিলে ‘দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান’ এবং মে মাসে ‘আবার বিবাহ অভিযান’। এরমধ্যে একেনবাবু বাদে বাকি দু’টি ছবি বক্স অফিসে একেবারেই ব্যর্থ। সামনেই অগস্টে মুক্তি পাবে ‘চিনি ২’। সেটিও যে বক্স অফিসে সফল হবে, এমন ভবিষ্যদ্বাণী কেউই করতে পারছেন না। হয়তো সে বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশি ছবি রাজ্যে মুক্তি দিয়ে লক্ষ্মীলাভ করতে চাইছেন মণি-শ্রীকান্ত জুটি।
শুক্রবার এসভিএফ তাঁদের ফেসবুক পেজে একটি পোস্ট করে জানায়, “অপেক্ষা শেষ হতে চলেছে। বাংলাদেশে ব্লকবাস্টার হিট হওয়ার পর আগামী ২১ জুলাই ‘সুড়ঙ্গ’ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।” এ প্রসঙ্গে আবার ছবির পরিচালক রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ ছবির প্রচারে তাঁরা কলকাতাতেও আসবেন।
বাংলাদেশের 'হাওয়া'য় ভেসে কিলি পল গাইলেন, 'সাদা সাদা কালা কালা', উচ্ছ্বসিত চঞ্চল