শেষ আপডেট: 7th February 2025 20:55
দ্য ওয়াল ব্যুরো: গত অগস্ট মাস থেকেই বিভিন্ন সময়ে সমাজমাধ্যমের পাতায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছিলেন সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অথা অভিনেত্রী-সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন। একই পথে হেঁটেছিলেন অভিনেত্রী সোহানাও। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছিল তাঁদের। তবে জানা যাচ্ছে শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, এই খবর নিশ্চিত করেন। এ দিন তিনি বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, "গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের দুজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই নিজ নিজ পরিবাবের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।"
প্রসঙ্গত, বুধবার রাতে বাংলাদেশের মানুষের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন বলে জানান হাসিনা। আওয়ামী লীগ এবং ছাত্র লীগের তরফে তার প্রচার করা হলে হাসিনা-বিরোধীরা ক্ষুব্ধ হন। শাওনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তিনি। অন্যদিকে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের তরফে খবর, সোহানা নাকি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যও তিনি। জানিয়ে রাখা যাক, মেহের আফরোজ শাওনের বাবা জামালপুর-৫ (সদর) আসনের গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে প্রত্যাশাপূরণ না হওয়ায় নির্বাচনে অংশ নেননি। শাওনের মা তহুরা আলী ১৯৯৬ সালে আওয়ামী লীগের জামালপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ছিলেন। সে কারণেই বর্তমান সরকারে রোষে? খবর তেমনটাই।