রটেছে তিনি নাকি আত্মহত্যা করেছেন। আর সেই সব দেখেই রেগে আগুন নায়িকা! সামাজিক মাধ্যমে এই লাইভ ভিডিওতে এসেই উগরে দিলেন ক্ষোভ।
শেষ আপডেট: 20 May 2025 21:20
দ্য ওয়াল ব্যুরো: অবাক বাংলাদেশি অভিনেত্রী পরীমণি। নুসরত ফারিয়া কাণ্ডের মধ্যেই রটেছে তাঁর নামে ভুয়ো খবর! অভিনেত্রী নাকি মারা গিয়েছেন, সোশ্যাল মিডিয়া ছয়লাপ এই খবরে। শুধু কি তাই? এও রটেছে তিনি নাকি আত্মহত্যা করেছেন। আর সেই সব দেখেই রেগে আগুন নায়িকা! সামাজিক মাধ্যমে এই লাইভ ভিডিওতে এসেই উগরে দিলেন ক্ষোভ।
তিনি বলেন, “এই মুহূর্তে দেশে যা হচ্ছে, আপনারা সকলেই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে, সেটা তো কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে, সেটা থামাতেই কি না...আমি জানি না।”
এখানেই না থেমে তিনি আরও বলেছেন, “এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করল আমার, তার পরেই লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে! কোনও একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরীমণিকেই বেছে নেয়, কেন? আলুর দাম কমাতে পারছে না বলে পরীমণির বিয়ের খবর লিখে দাও। এখন বিয়ে দিতে পারছে না। তাই মেরে ফেলল!”
তিনি এও জানান, আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেওয়ার মানুষ তিনি নন। যোগ করেন, দুই সন্তানকে নিয়ে বেশ ভাল আছেন তিনি। বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি। এর আগে পুলিশের হাতেও গ্রেফতার হতে হয়েছে তাঁকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চলে নানা চর্চা। তবে মৃত্যুর খবর! এ নিছক রটনা ছাড়া আর কিছুই নয়।