শেষ আপডেট: 9th April 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: ১৬ জানুয়ারি রাতে হামলা হয় বলিউড অভিনেতা সইফ আলি খানের (Saif Ali Khan) বাসভবনে। ছুরি নিয়ে আক্রমণ চালানো হয় তাঁর ওপর। ঘটনাকে কেন্দ্র করে বানিজ্যনগরী রীতিমতো অশান্ত হয়ে ওঠে। এবার বান্দ্রা আদালতে (Bandra Court) ১০০০ পৃষ্ঠার চার্জশিট (Chargesheet) জমা দিল মুম্বইয়ের বান্দ্রা পুলিশ। জানা যাচ্ছে আদালতে চার্জশিটের সঙ্গে ফরেনসিক ল্যাব টেস্টের রিপোর্টও (Forensic Lab Test Report) জমা পড়েছে।
রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, ঘটনাস্থল থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে বা সইফ আলি খানকে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এবং অভিযুক্ত শরিফুল ইসলামের থেকে যে ছুরির টুকরো পাওয়া গিয়েছে তা একেবারেই আলাদা নয়।
উল্লেখ্য, যে ছুরি দিয়ে অভিনেতাকে আঘাত করা হয়, তার একটা অংশ সইফের শরীরের ভিতরেই আটকেছিল। পরে তদন্তে নেমে বান্দ্রার কাছের একটি নালা থেকে বাকি অংশের খোঁজ মিলেছিল। অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নিমাণের সময় ছুরির ওই অংশটি উদ্ধার করেছিল পুলিশ।
এছাড়াও আদালতে জমা দেওয়া চার্জশিটে ধৃত শরিফুলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে । মুম্বাই পুলিশের মতে, তদন্তের সময় পুলিশ অভিযুক্তের বাম হাতের আঙুলের যে ছাপ পেয়েছে তাও রিপোর্টও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
১৬ জানুয়ারি ডাকাতির চেষ্টায় সইফের বান্দ্রার বাসভবনে প্রবেশ করে অভিযুক্ত। প্রায় আড়াইটে নাগাদ অভিনেতার মুম্বইয়ের বাড়িতে ঢুকে হামলা চালায় শেহজাদ। অভিনেতাকে ছুরি দিয়ে ছ'বার কোপানো হয় বলে অভিযোগ। তাঁর বুক, মেরুদণ্ড ও শরীরের একাধিক জায়গায় চোট লাগে। পরে লীলাবতী হাসপাতালে হয় অস্ত্রোপচারও।
অন্যদিকে, ঘটনার দিন বিপদের আঁচ পেয়ে বাড়ির পরিচারিকা অ্যালার্ম বাজাতে শুরু করেন। সেই শব্দ শুনতে পেয়েই দৌড়ে আসেন সইফ। এরপর দুষ্কৃতীর সঙ্গে তাঁর হাতাহাতি হয়। ঘটনায় আহত হন বাড়ির পরিচারিকাও। পরে পুলিশি তদন্তে উঠে আসে অভিযুক্ত বাংলাদেশ থেকে প্রথমে ভারতে আসে। পরে কলকাতার বিভিন্ন জায়গায় কাটিয়ে মুম্বই পাড়ি দেয়।