Latest News

গানে গানে পুজো! মুক্তি পেল বাবুল সুপ্রিয়র সিঙ্গল অ্যালবাম ‘জয় মা দুর্গা’

দ্য ওয়াল ব্যুরো: পুজো (durga puja) মানেই প্যান্ডেল হপিং, নতুন জামা, নতুন জুতো। কিন্তু পুজো মানে পুজোর গানও (songs) বটে! সাবেকি একচালার পুজোর বদলে যতই থিম পূজার রমরমা হোক না কেন, বাঙালি শিল্পীদের গলায় পুজোর গান শোনার জন্য মানুষের আগ্রহ এখনও একইরকম। বাঙালির সেই নস্টালজিয়াকে উস্কে দিতে এবার পুজোয় আশা অডিও (Asha Audio) নিয়ে এল পুজোর গানের একগুচ্ছ নতুন অ্যালবাম (albums)। তার মধ্যেই রয়েছে মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) সিঙ্গল অ্যালবাম

পুজোর সূচনাতেই প্রেসক্লাবে মুক্তি পেল বাবুল সুপ্রিয়র সিঙ্গল অ্যালবাম ‘জয় মা দুর্গা।’ এদিন প্রেসক্লাবে অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির ছিলেন গীতিকার শ্যামল সেনগুপ্ত এবং সুরকার সোমেন কুটটি। এছাড়া শিল্পীর ছোট মেয়ে নয়নাও উপস্থিত ছিল।

এদিনের অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ‘বহু বছর পর পুজোয় আমার গান মুক্তি পেল। পুজোর প্যান্ডেলে আমার গান বাজবে ভেবে আমি সত্যিই ভীষণ আপ্লুত। আমার বিশ্বাস এই গান শ্রোতাদের কাছে যথেষ্ট উপভোগ্য হয়ে উঠবে।’

আশা অডিও থেকে এই বছর পুজোয় বাবুল সুপ্রিয় ছাড়াও মুক্তি পেয়েছে সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, জয়তী চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট শিল্পীদের গান। সব মিলিয়ে পুজোর গানে এবারের শারদোৎসব দারুন কাটবে বলেই মনে করা হচ্ছে।

পুজোয় কেষ্টর পাতে দেশি মুরগি-পুকুরের কাতলা, সঙ্গে আর কী কী

You might also like