শেষ আপডেট: 7th February 2024 12:00
দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম দিকেই নতুন ছবির ঘোষণা করেছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বলেছিলেন এবার তাঁরা সাহিত্য নির্ভর ছবি তৈরি করবেন। সেই কারণেই তাঁরা বেছে নেন বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস 'বাবলি’। এই উপন্যাসকে ভিত্তি করেই রচিত হয়েছে ছবির চিত্রনাট্য। ছবিতে থাকবে পাঁচটি প্রেমের গান, যার সুর করবেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।
View this post on Instagram
‘বাবলি’-তে প্রধান চরিত্রে দেখা যাবে শুভশ্রী আর আবীরকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। ‘বাবলি’ তিনজন মানুষের সমীকরণ নিয়ে লেখা। আর সেই তৃতীয় চরিত্রটিতে অভিনয় করছেন সৌরসেনী। রাজের পরিচালনায় প্রথম কাজ সৌরসেনীর।
বছরের প্রথমেই ছবির শুভমহরৎ হয়। এবার শুরু হল শুটিং। রাজ চক্রবর্তী, শুভশ্রী দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুটিং-এর বেশ কিছু ছবি পোস্ট করেন।
View this post on Instagram
প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবীর- শুভশ্রীকে। এর আগে রাজের পরিচালনায় 'বোঝে না সে বোঝে না' ছবিতে দেখা গিয়েছিল আবীরকে। দীর্ঘ ৮ বছর পর আবার রাজের পরিচালনায় অভিনয় করবেন তিনি। রাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘২০২৪ এর সবথেকে বড় চমক আসতে চলেছে। বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ভালোবাসার ছবি বাবলি’। শুভশ্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন, যেখান থেকে বোঝা যায় উনিও ‘বাবলি’র শুটিং-এ ব্যস্ত।
View this post on Instagram
রাজ চক্রবর্তীর পরিচালনায় ও প্রযোজনায় শেষ ছবি মুক্তি পায় ‘ধর্মযুদ্ধ’ ও ‘হাবজি গাবজি’। এছাড়াও ২০২৩ এর শেষে মুক্তি পায় রাজের প্রথম ওটিটি সিরিজ, ‘আবার প্রলয়’। যা দর্শকদের মাঝে বিপুল সাড়া পায়।
চলতি বছরেই মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘বাবলি’