Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Irrfan Khan

ইরফান-হীন পাঁচ বছর! ছেলে লিখলেন, ‘জলদি তোমার সঙ্গে দেখা হবে’

সালটা ২০২০। তারিখ ২৯ এপ্রিল। ক্যানসারের সঙ্গে যুদ্ধে প্রয়াত হন ইরফান। পাঁচ বছর কেটে গিয়েছে।

ইরফান-হীন পাঁচ বছর! ছেলে লিখলেন, ‘জলদি তোমার সঙ্গে দেখা হবে’

বাবার সঙ্গে বাবিল

শেষ আপডেট: 29 April 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: সে সময় করোনার জোয়ার। চারিদিকে লকডাউন। স্তব্ধ গোটা দেশ। এরকমই এক সময় ক্যানসার আবার ফিরে আসে অভিনেতা ইরফান খানের জীবনে। সালটা ২০২০। তারিখ ২৯ এপ্রিল। ক্যানসারের সঙ্গে যুদ্ধে প্রয়াত হন ইরফান। পাঁচ বছর কেটে গিয়েছে। একবিংশ শতাব্দীর নিয়ম মেনে স্মৃতিও হয়েছে ফিকে। তবু এই বিশেষ দিনে তাঁকে নিয়ে স্মৃতিচারণার অন্ত নেই। স্মৃতিচারণার ভিড়ে যে চিঠি মন দ্রব করবে, চোখের কোণে মেঘের আনাগোনা হবে অজান্তেই তা বাবিলের। ইরফান-সুতপার বড় ছেলে, যিনি নিজেও একজন অভিনেতা। 

বাবিল লিখেছেন, "তোমার সঙ্গে বা তোমাকে ছাড়া জীবন চলে। আমাকে ছাড়াও তাই... তবে শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে। আমরা একসঙ্গে দৌড়ে বেড়াব। উড়ে বেড়াব। ঝর্ণার জল খাব। নীল জল নয়, গোলাপী জল। তোমাকে শক্ত করে জড়িয়ে রাখব। কাঁদব। খিলখিল করে হাসব। ঠিক যেমনটা আমরা করতাম। তোমাকে খুব মিস করি।"

বাবিলের চিঠি পড়ে চোখে জল সাধারণের। পাশে থাকার বার্তা দিয়েছে প্রায় সকলেই। আবার একই সঙ্গে তাঁকে নিয়ে উদ্বিগ্নও কেউ কেউ! এখনও ৩০-এর গন্ডী পার করেননি বাবিল। তার আগেই কেন বাবার কাছে যাওয়ার এ হেন আকুতি? প্রশ্ন তুলেছেন তাঁরা। 

বাবার মতো বাবিলও অভিনয় জগতে পা রেখেছেন বছর কয়েক আগে। এই মুহূর্তে জি-ফাইভের সিরিজ 'লগআউট'_এ দেখা যাচ্ছে তাঁকে। শুধুমাত্র ইরফান খানের ছেলে হিসেবে পরিচিত হতে চান না তিনি। তাঁর ইচ্ছে মানুষ তাঁকে চিনুক বাবিল হিসেবেই। সম্প্রতি হুমা কুরেশির সঙ্গে তাঁর এক ভিডিও ভাইরাল হয়। 

দেখা যায়, ক্যামেরা চলাকালীনই বারবার হুমার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছেন বাবিল। এক পর্যায়ে বাবিলের উপর বিরক্তও হয়ে পড়েন হুমা। তাঁকে চড় মারার ইচ্ছেও প্রকাশ করেন। সেই ভিডিও ভাইরাল হতেই কাঠগড়ায় দাঁড় করানো হয় বাবিলকে। তাঁর এই শিশুসুলভ আচরণ অনেকেই ভালভাবে নেননি। ভিডিও এভাবে ভাইরাল হওয়ার খারাপ লেগেছিল বাবিলেরও। যদিও সে সব কাটিয়ে ফের কাজে মন দিয়েছেন বাবিল। তবে স্মৃতি বড় দায়! বিশেষ দিনে তাই সিক্ত বাবিলের হৃদয়। 


ভিডিও স্টোরি