শেষ আপডেট: 13th October 2024 15:57
দ্য ওয়াল ব্য়ুরো: শনিবার মুম্বইয়ের বান্দ্রায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় বাবা সিদ্দিকিকে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। তিনি যে শুধু একজন প্রাক্তন মন্ত্রী ও রাজনৈতিক নেতা ছিলেন, তা নয়। বলিউডের প্রায় সকলের সঙ্গে তাঁর সম্পর্কও ছিল নিবিড়। অনেককেই তিনি নিরাপত্তা দিতেন, অনেকেরই অভিভাবক ছিলেন। জানা যায়, এই রাজনৈতিক নেতার জন্যই ঠিক হয়েছিল সলমন-শাহরুখের সম্পর্ক।
২০০৮ সালে ক্যাটরিনা কইফের জন্মদিনের এক পার্টিতে কথা কাটাকাটি হয় দুই খানের। বলিউডের প্রথম সারির অভিনেতা। ঝগড়াও তাই কিং সাইজ। ২০০৮-এর পর থেকে মুখ দেখাদেখি বন্ধ হয় শাহরুখ-সলমনের। আজকাল কারও কথা খারাপ লাগলেই যেভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ, পাল্টা আক্রমণ চলে, সেই সব তাঁদের ক্ষেত্রে কোনওদিন হয়নি। কিন্তু কেউই কারও ছায়া মারাননি বেশ কয়েকবছর।
এই দু'জনকে কাছাকাছি আনার চেষ্টা করেন বাবা সিদ্দিকি। এর আগে অনেকে এই কাজ করলেও সফল হননি। শেষে সেতু বন্ধনের কাজটি করেন প্রাক্তন মন্ত্রী। কীভাবে?
মহারাষ্ট্রের প্রাক্তন এই মন্ত্রী মানেই তারকা খচিত পার্টি। বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে প্রতিবছর হাজির হন না এমন কম সেলেবই আছেন। ২০১৩ সাল পর্যন্ত এই পার্টি একে অপরের মুখ দেখতেন না শাহরুখ-সলমন। কিন্তু ২০১৩-তে সেই পার্টিতেই দু'জনকে কোলাকুলি করতে দেখা যায়।
খবর ছড়ায়, এই দু'জনের মন কষাকষি মিটেছে। বাবা সিদ্দিকিরই এতে হাত রয়েছে।
২০১৩-র পর থেকে একসঙ্গে বহু পার্টি, অনুষ্ঠান এবং অ্যাওয়ার্ড ফাংশনে দেখা যায় দু'জনকে। একসঙ্গে কয়েকটা কাজও করেছেন তাঁরা।