শেষ আপডেট: 16th July 2023 09:16
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের অভিনেত্রী হলেও এপার বাংলায় কম সমাদৃত হননি তিনি। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘রেক্কা’ সিরিজে তাঁর অভিনয় বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। তারপর থেকেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন (Azmeri Haque Badhon)। দন্ত চিকিৎসা নিয়ে পড়াশোনা করলেও সেদিকে বেশি দূর এগোননি। চলে এসেছেন সিনেমা জগতে। আর তাতেই মন জিতে নিয়েছেন সবার। এমনকী পৌঁছে গিয়েছেন কানের মঞ্চেও।
কিন্তু বছর খানেক আগেও জীবনটা এত মধুর ছিল না বাঁধনের। শ্বশুরবাড়িতে বিভীষিকাময় জীবন কাটিয়েছেন। অত্যাচারিত হয়েছেন স্বামীর হাতেও। এমনকী বৈবাহিক ধর্ষণের (marital rape) শিকারও হতে হয়েছিল বাঁধনকে। কয়েকমাস আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ প্রদর্শিত হওয়ার পরেই জীবনের এই অন্ধকার অধ্যায়ের কথা সামনে এনেছিলেন অভিনেত্রী।
অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের পর তাঁর স্বামী জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন। এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, “আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন আমায় পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ পুরো বন্ধ করে দিতে বাধ্য করেছিল। আমি মুখ বুজে সেই অত্যাচার মেনে নিয়েছিলাম। অনেকে বলেছিলেন যে, বাচ্চা নিলেই এসব সমস্যা মিটে যাবে। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।”
তবে, ওই অন্ধকার অধ্যায় এখন বাঁধনের জীবনে অতীত। পুরনো সম্পর্ক ভেঙে বেরিয়ে আজ তিনি নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছেন। মেয়েকে নিয়ে এখন তাঁর সুখের সংসার। আর কেরিয়ারও ছুটছে নিজের মতো। ২০২২ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি মনোনীত হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে এখন অভিনেত্রীর দর আকাশছোঁয়া। তবে এতে বিহ্বল হয়ে ভেসে যেতে রাজি নন তিনি। কারণ, বাঁধন ভালমতোই জানেন, ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি, যশ, খ্যাতি—এসবই ক্ষণিকের। জীবনে লড়াইটাই একমাত্র সত্য।
পুনর্মিলন শাকিব-অপুর? নিউইয়র্কে একসঙ্গে দেখা গেল বিতর্কিত তারকা-জুটিকে