শেষ আপডেট: 12th September 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: অনিল মেহতার শেষকৃত্য সম্পন্ন হল বৃহস্পতিবার সান্তাক্রুজে। তার আগে সামনে আসে ময়নাতদন্তের রিপোর্ট। শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। পুলিশের তরফে জানানো হয়েছে, আঘাতের কারণেই মৃত্যু হয়েছে মালাইকার বাবার।
বুধবার সকালে বাড়ির ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় অনিলের। মুম্বই পুলিশ প্রাথমিক ভাবে জানায়, ছ'তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। পরে একে একে অমৃতা-সহ বলিউডের বহু সেলেব সেখানে উপস্থিত হন।
বুধবার মৃত্যুর আগে পর্যন্ত স্ত্রী জয়েসের সঙ্গে বান্দ্রার ফ্ল্যাটে ছিলেন তিনি। পুলিশকে অভিনেত্রীর মা জয়েস জানিয়েছেন, অনিলের সঙ্গে ডিভোর্স হয়ে গেলেও শেষ কয়েক বছর ধরে তাঁরা একসঙ্গেই থাকতেন।
প্রতিদিনই খবরের কাগজ হাতে ব্য়ালকনিতে বসতেন অনিল। বুধবারও তার অন্যথা হয়নি। কিন্তু লিভিং রুমে তাঁর স্নিকার দেখার পর একটু অবাক হন, ব্যালকনিতে খুঁজতে যান জয়েস। সেখানে দেখতে না পেয়ে উঁকি মারেন নীচের দিকে। দেখেন, নিরাপত্তাকর্মী সাহায্য চেয়ে চিৎকার করছেন।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মুম্বই পুলিশ। বুধবার রাত ৮টা নাগাদ ময়নাতদন্ত হয় ভাবা হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে অনিলের শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বলিউডের একাধিক পরিচিত মুখ। সস্ত্রীক উপস্থিত ছিলেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজও।