শেষ আপডেট: 8th November 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ফের সুখবর। মা হচ্ছেন আথিয়া শেট্টি। এই খবরে অবশ্য খুশির হাওয়া বইছে টিম ইন্ডিয়ার গ্রিন রুমেও। আথিয়া শেট্টি এবং কে এল রাহুল দুজনের তরফেই এই খবর শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি এভিল আই ছবি ও বাচ্চার পায়ের পাতার ছবি দিয়ে শেয়ার করা হয় এই খবর।
গণেশ পুজোর পরই জন্ম হয় দীপিকা-রণবীরের মেয়ের। কদিন আগেই নাম প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। দুয়া পাডুকোন সিংয়ের জন্য ভালবাসা বন্যা বইয়ে দেয় নেটিজেনরা। এবার এই খবরেও ছড়িয়েছে খুশির হাওয়া।
View this post on Instagram
পোস্টে জানানো হয়েছে, ২০২৫ -এ তাঁদের জীবনে আসছে নতুন সদস্য। পোস্টটির কমেন্টে প্রথমেই এই দম্পতিকে শুভেচ্ছা জানান সিংঘম অ্যাগেইন অভিনেতা অর্জুন কাপুর। লেখেন, 'ডাম্পলিং আসছে..' কমেন্ট করেন রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেহ। লেখেন, 'খুব খুশি!'
এরপর রকুলপ্রীত সিং, অনুষ্কা রজন, ঊর্বষী রৌতেলারা, ধনুশ্রী ভার্মা, শিবানী দান্দেকাররা কমেন্ট করেন। রকুলপ্রীত লেখেন, 'ওএমজি শুভেচ্ছা!' অনুষ্কা রজন লেখেন, 'সবচেয়ে ভাল খবর।' কমেন্ট করেন আথিয়ার ভাই আহানও। শিবানী দান্দেকর লেখেন, 'খুব খুশি তোমাদের দুজনের জন্য। শুভেচ্ছা রইল।'
শুভেচ্ছা জানাতে ভোলেননি সোনাক্ষী সিনহা, পূজা হেগরে বা মাসাবা গুপ্তারা। তালিকায় রয়েছেন রিয়া কাপুর, ভূমি পেডনেকর, সানায়া কাপুররাও।
২০২৩-এর জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন ক্রিকেট তারকা কে এল রাহুল ও সুনীল শেট্টির মেয়ে আথিয়া। সুনীল শেট্টির খান্ডালার বাগান বাড়িতে বসেছিল বিয়ের আসর। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সামনে বিয়ে সারেন তাঁরা।