শেষ আপডেট: 24th March 2025 20:55
দ্য ওয়াল ব্যুরো: সুনীল শেট্টি জানিয়েছিলেন এপ্রিল মাসেই প্রথম ঠাকুরদা হওয়ার স্বাদ পেতে চলেছেন তিনি। তবে তারিখ এগিয়ে এল খানিক আগেই। ভরা বসন্তেই বাড়ল সংসার। বাবা-মা হলেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি। জানা গিয়েছে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আথিয়া। মা ও সন্তান দু'জনেই সুস্থ আছেন।
এ দিন ইনস্টাগ্রামে এক জোড়া হাঁসের ছবি শেয়ার করে আথিয়া লেখেন, "আমাদের মেয়ে হয়েছে। আজই এসেছে সে।" এরপর থেকেই শুভেচ্ছাবার্তায় ছয়লাপ কমেন্ট সেকশন। অদিতি রাও হায়দারি, শানায়া কাপুর থেকে শুরু করে মাসাবা গুপ্তা-- তালিকাটা বেশ লম্বা।
২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন রাহুল ও আথিয়া। বিয়ের পর রাহুল তাঁর কেরিয়ারে ফোকাস করলেও আথিয়াকে সিনেদুনিয়া থেকে কার্যত সরে আসতেই দেখা যায়। গত বছরের মাঝামাঝি আচমকাই এক রিয়ালিটি শো'য়ে এসে আথিয়ার বাবা তথা অভিনেতা সুনীল শেট্টি মুখ ফসকে বলে ফেলেন, 'পরের বার যখন এই শো'য়ে আসব ততদিনে আমি দাদু হয়ে যাব"।
এরপরেই শুরু হয় গুঞ্জন, তবে কি আথিয়া মা হচ্ছেন? অতঃপর গত বছর নভেম্বরে আথিয়া ও রাহুল এক বিবৃতির মাধ্যমে ঘোষণা করেন এপ্রিল মাসে দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। শুভেচ্ছা বার্তায় ভরে যায় তাঁদের সামাজিক মাধ্যমের দেওয়াল। অবশেষে ঘরে এক মা লক্ষ্মী। তাঁদের দু'জনকে অনেক শুভেচ্ছা।