শেষ আপডেট: 10th March 2025 16:41
দ্য ওয়াল ব্যুরো: সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিংকে কে না চেনেন? বহু বিখ্যাত তারকাও তাঁর কাছে হাত দেখান। এ হেন সুশীলই হঠাৎ করেই তীব্র কটাক্ষের শিকার। নেটিজেনদের একটা বড় অংশ রীতিমতো ধিক্কার জানাচ্ছে তাঁকে। কারণ একটাই, তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। সলমন খান আর শাহরুখ খান নাকি মারা যাবেন ৬৭ বছর বয়সে। শুধু কি তাই? তাঁর আরও দাবি, সলমন নাকি তিলে তিলে শেষ হয়ে যাবেন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে এসে সুশীল কুমার বলেন, "শাহরুখ খানের সময় এখন ঠিক চলছে। কিন্তু ২৫, ২৬,২৭ সাল সলমনের খুব খারাপ যাবে।"
তিনি আরও যোগ করেন, "সলমনের খুব বড় অসুখ হবে। ঠিক হবে না। এমন কোনও অসুখ হবে যার নাম মুখে আনাও যায় না।" তিনি যোগ করেন, "একই সালে মারা যাবেন দু'জনেই। সলমনের শেষের দিনগুলি খুব খারাপ কাটবে। খুব কষ্ট পাবেন তিনি।"
এমনকি শাহরুখের খানের সন্তান আরিয়ান খান ও সুহানা খানকে নিয়েই মন্তব্য করতে দেখা যায় তাঁকে। দু'জনেই নাকি বলিউডে কিচ্ছু কেরিয়ার করতে পারবেন না, এমনটাই দাবি তাঁর। এরপরেই নেটিজেনদের একাংশ রেগে গিয়েছেন জ্যোতিষীর উপর। তাঁদের দাবি, 'কোনও ভাল জ্যোতিষী কখনও মৃত্যুর কথা মুখে আনেন না। উনি যা করলেন তা ঠিক নয়।" এই মুহূর্তে সলমন ও শাহরুখ দু'জনেরই বয়স ৫৯ বছর। জ্যোতিষীর কথামতো সময় নেই বেশি। আর তাতেই ক্রুদ্ধ দুই খানের ভক্তরা।