Latest News

অস্কারে ফের বাঙালি, ঘোড়া ও গাধার ম্যাজিক রিয়ালিজমেই বাজিমাত

কৌস্তুভ ভৌমিক

অস্কারে আবার বাঙালির প্রতিনিধিত্ব। অসমিয়া শর্ট ফিল্ম ‘দ্য হর্স ফ্রম হেভেন’ (The Horse From Heaven) (অসমিয়া ভাষায়- ‘মোর ঘোড়ার দুরন্ত গতি’) এবার শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কারে এন্ট্রি পেয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যন্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্ররা এই শর্ট ফিল্মটি তৈরি করেছে। ‘দ্য হর্স ফ্রম হেভেন’ এর পরিচালক মহর্ষি তুহিন কাশ্যপ অসমের ছেলে। যদিও এর সিনেমাটোগ্রাফার অর্ণব লাহা কলকাতার‌ই ছেলে।

Image - অস্কারে ফের বাঙালি, ঘোড়া ও গাধার ম্যাজিক রিয়ালিজমেই বাজিমাত
দ্য হর্স ফ্রম হেভেনের একটি দৃশ্য

এই শর্ট ফিল্মটি মহর্ষি-অর্ণবরা খুব কিছু ভেবেচিন্তে বানাননি। সিনেম্যাটোগ্রাফার অর্ণবের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানালেন, এস‌আর‌এফটিআইয়ের তৃতীয় বর্ষের পড়ুয়াদের প্রজেক্ট ওয়ার্ক হিসেবে শর্ট ফিল্ম বানাতে হয়। সেই প্রজেক্টের অংশ হিসেবেই তিনি ও মহর্ষি তুহিন কাশ্যপ দ্য হর্স ফ্রম হেভেন (The Horse From Heaven) তৈরি করেন। অস্কারে যাওয়া সিনেমাটি মাত্র চারদিনে তৈরি করেছেন অর্ণবরা।

শ্যুটিং স্টিল

‘দ্য হর্স ফ্রম হেভেন’ এর সিনেমাটিক ট্রিটমেনট ম্যাজিক রিয়ালিজমের উপর ভর করে। সেই সঙ্গে ডার্ক কমেডিও আছে। মূল চরিত্র কুশল বিশ্বাস করে তার কাছে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির সাদা ঘোড়া আছে, যা দিয়ে সে সব প্রতিযোগিতা জিতে যাবে। সবাইকে সেই কথা বলেও বেড়ায়। কিন্তু বাস্তবে সেটা ঘোড়া নয়, একটা দেশি গাধা! সত্যি ঘোড়া ও গাধা নিয়ে মাত্র চারদিনে সিনেমাটি তৈরি করেছে এই ছাত্ররা। চতুর্দশ শতকের অসমিয়া লোকশিল্প ওজাপালির আঙ্গিকে শর্ট ফিল্মটির গল্প এগিয়েছে।

Image - অস্কারে ফের বাঙালি, ঘোড়া ও গাধার ম্যাজিক রিয়ালিজমেই বাজিমাত
মহর্ষি তুহিন কাশ্যপ, পরিচালক

২০১৯ সালে এই শর্ট ফিল্মটি শ্যুট করেন অর্ণব লাহা-মহর্ষি তুহিন কাশ্যপরা। কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হ‌ওয়ার আগেই করোনা চলে আসে। ফলে সব কাজ শেষ হতে সময় লেগে যায়। শেষ পর্যন্ত ২০২১ এর মে মাসে ‘দ্য হর্স ফ্রম হেভেন’ তৈরি সম্পূর্ণ হয়। এর কয়েকদিনের মধ্যেই হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এই শর্ট ফিল্মের জন্য‌ই সেরা সিনেমাটোগ্র্যাফার হন অর্ণব রাহা।

অর্ণব লাহা, সিনেম্যাটোগ্রাফার

কলকাতা, জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো বিভিন্ন বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালে শর্ট ফিল্ম ক্যাটাগরিতে নমিনেশন পায় ‘দ্য হর্স ফ্রম হেভেন’। বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা শর্ট ফিল্ম নির্বাচিত হতেই অস্কারের দরজা খুলে যায় ‘দ্য হর্স ফ্রম হেভেন’ এর সামনে।

Image - অস্কারে ফের বাঙালি, ঘোড়া ও গাধার ম্যাজিক রিয়ালিজমেই বাজিমাত

এই বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও কেরল চলচ্চিত্র উৎসবে যে শর্ট ফিল্ম সেরা হয় তারাই সরাসরি অস্কারের সেরা ‘লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ ক্যাটাগরিতে মনোনয়ন পায়। অর্ণব লাহার আশা, তাঁদের তৈরি ‘দ্য হর্স ফ্রম হেভেন’ অস্কারের চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবে। এই সিনেমার সাউন্ড ডিজাইন‌ করেছেন, অর্ণব বেরা ও সোমনাথ গগৈ।

সিনেম্যাটোগ্রাফার অর্ণব লাহা এই সাফল্যের মধ্যেই পরবর্তী কাজে মন দিয়েছেন। ফিচার ফিল্ম ‘ক্যালকাটা ৯৯’ এর সিনেম্যাটোগ্র্যাফি করছেন এস‌আর‌এফটিআইয়ের এই ছাত্র।

You might also like