শেষ আপডেট: 18th March 2025 18:33
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২৫-এ ভারতীয় সিনেমার জয়জয়কার! পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে, আর ‘সন্তোষ’ ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন শাহানা গোস্বামী। একই সঙ্গে সেরা নতুন পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘সন্তোষ’-এর পরিচালক সন্ধ্যা সুরি।
সেরা চলচ্চিত্র ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’
রবিবার হংকংয়ের ওয়েস্ট কাউলুন কালচারাল ডিস্ট্রিক্টের জিকু সেন্টারে অনুষ্ঠিত হয় ১৮তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারত-ফ্রান্স যৌথ প্রযোজনার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। মনোনয়নপ্রাপ্ত অন্যান্য ছবির মধ্যে ছিল ‘দ্য ব্ল্যাক ডগ’ (চীন), ‘এক্সহুমা’ (দক্ষিণ কোরিয়া), ‘টেকি কমেথ’ (জাপান) ও ‘টোয়াইলাইট অফ দ্য ওয়ারিয়র্স: ওয়াইল্ড ইন’ (হংকং)।
কানস ফিল্ম ফেস্টিভ্যালে গ্র্যান্ড প্রাইজ জয়ী এই ছবি মালয়ালম-হিন্দি ভাষায় নির্মিত, যেখানে দুই নার্স প্রভা (কানি কুসরুতি) ও অনু (দিব্যা প্রভা)-র জীবনের গল্প বলা হয়েছে। তাঁদের গৃহসহায়িকা পার্বতী (ছায়া কাদম)-র সঙ্গে মুম্বইতে টিকে থাকার লড়াই ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে।
সেরা অভিনেত্রী শাহানা গোস্বামী ও সেরা নতুন পরিচালক সন্ধ্যা সুরি
‘সন্তোষ’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন শাহানা গোস্বামী। এই বিভাগে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন কানি কুসরুতি (অল উই ইমাজিন অ্যাজ লাইট), সিলভিয়া চ্যাং (ডটারস ডটার), কাওয়াই ইউমি (ডেজার্ট অফ নামিবিয়া) এবং কিম গো-ইউন (এক্সহুমা)।
অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে শাহানা বলেছেন, “এই চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। আমি চাইনি দর্শকের মনে হোক যে আমি অভিনয় করছি, বরং চরিত্রটি যেন বাস্তব বলে মনে হয়।” ‘সন্তোষ’ ছবির গল্প এক নববধূর জীবনকে ঘিরে, যে স্বামীর মৃত্যুর পর পুলিশ কনস্টেবলের চাকরি পায় এবং এক কিশোরীর হত্যার তদন্তে জড়িয়ে পড়ে। ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি।
এছাড়া, ব্রিটিশ-ভারতীয় পরিচালক সন্ধ্যা সুরি ‘সেরা নতুন পরিচালক’-এর পুরস্কার পেয়েছেন। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন ইয়ামানাকা ইয়োকো (ডেজার্ট অফ নামিবিয়া), সোরা নিও (হ্যাপিএন্ড), দং জিজিয়ান (মাই ফ্রেন্ড আন ডেলি) ও ট্রুং মিন কুই (ভিয়েত অ্যান্ড ন্যাম)। পরিচালক সন্ধ্যা সুরি পুরস্কার পাওয়ার পর বলেন, “এশিয়ার সিনেমা এখন অসাধারণ জায়গায় পৌঁছেছে, আর এর অংশ হতে পেরে আমরা গর্বিত। মনোনয়ন পাওয়াই আমার জন্য বড় সম্মান ছিল, আর পুরস্কার জেতা সত্যিই দারুণ অনুভূতি।” এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমার এই সাফল্যে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।