শেষ আপডেট: 11th November 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো: বাংলা সিনেমার সুদিন আর দুর্দিন- এই নিয়ে চর্চার অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এ নিয়ে প্রতিবাদী রব ওঠে! অনেক দিন ধরেই দর্শককে বাংলা ছবির পাশে দাঁড়ানোর আর্জি জানাচ্ছেন নির্মাতা বা অভিনেতারা। সাংবাদিক বৈঠক থেকে সোশাল মিডিয়া, সর্বত্র ওই কথা বলতে শোনা যাচ্ছে অনেককে।
করোনা পরবর্তী সময়ে বাংলা ইন্ডাস্ট্রিতে পরিচিত শব্দবন্ধ ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’। এমন কাতর আর্জির অন্ত নেই। প্রেক্ষাগৃহে দর্শক টানতে ‘টিকিট কেটে ছবি দেখুন’ গোছের অনুরোধও তারকাদের মুখের বুলি হয়ে দাঁড়িয়েছিল একটা সময়। তবে আজও একটাই প্রশ্ন থেকে যায়, বাংলা ছবি কি ক্রমশ তার গুরুত্ব হারাচ্ছে?
চলচ্চিত্রের এই দুরবস্থার জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব, সংস্কৃতির প্রভাব, ভাল চলচ্চিত্র নির্মানে খামতি, আর্থিক সংকট, আধুনিক প্রযুক্তির অভাব, চলচ্চিত্র শিক্ষা ও প্রশিক্ষণের অভাবকে দায়ী করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এখন তো আবার ওটিটি-র যুগ। সিনেমা থেকে সিরিজ সবই এখন মুঠোফোনেই বন্দি। তাই মধ্যে এসকে মুভিজের তরফ থেকে একটি বিরাট সিদ্ধান্ত নেওয়া হল। এবার থেকে বড় পর্দায় একটা বা দু'টো নয়, এক বছরে ১৮টি ছবি নিয়ে আসতে চলেছে তারা।
কবে থেকে মুক্তি পাবে এই ছবি?
এসকে মুভিজের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৫ সাল জুড়ে ১৮টি ছবি নিয়ে আসা হবে। তবে সেক্ষেত্রে চলতি বছর পুজোর সময় তাঁদের কোনও ছবি আসবে না। ১৮টি ছবি কী ধরনের হবে, তা নিয়েও আলোচনা করেছেন তারা। রহস্য গল্প থেকে শুরু করে থাকবে থ্রিলার। এমনকি বাদ যাবে না পারিবারিক সম্পর্কের গল্পও। কয়েকটি ছবির শুটিং এবং ডাবিং ইতি মধ্যেই চালু হয়ে গিয়েছে। শুধুমাত্র মুক্তির দিন ঠিক করা বাকি।
এসকে মুভিজ জানিয়েছে, তারা সদ্যই ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের তরফে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। তাতেও একগুচ্ছ নতুন সিরিজ রয়েছে। এখানেই শেষ নয়, হইচই, ক্লিক, আড্ডা টাইমসের মত আরও একাধিক বাংলা ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসা হবে।