আশিস চঞ্চলানি
শেষ আপডেট: 30th January 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: আশিস চঞ্চলানি (Ashish Chanchlani ) জনপ্রিয় ইউটিউবার। ভারতীয় ইউটিউবারদের মধ্যে প্রথম দশের তালিকায় স্থান করে নিয়েছেন আশিস। ইউটিউবের জন্য কমিক ভিডিও বানান তিনি। তবে সম্প্রতি তাঁর ভিডিও নিয়ে নয়, তাঁর এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন এক সাক্ষাৎকারে। নাম না করেই অভিনেত্রীকে বললেন, ‘উচ্ছৃঙ্খল’! শুধু তাই নয়, সাক্ষাৎকারটিতে আশিস এও বলেন, সেই অভিনেত্রী সেটে তাঁর ভাইয়ের সঙ্গে অভদ্র আচরণও করেন।
সম্প্রতি বলিউডের একজন অভিনেত্রীর সঙ্গে প্রমোশনাল কোলাবেরশনে কাজ করেন আশিস। সেই সময়েই এক অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হন আশিস। অভিনেত্রীর নাম না করেই তিনি বলেন, ‘আমি একবার এক অভিনেত্রীর সঙ্গে একটি প্রোমোশনাল ভিডিও করি। আমি তাঁর নাম বলব না। কিন্তু সে ডিভা ছিল, অহেতুক অ্যাটিটিউড আর তার সঙ্গে ছিল ড্রামা!’ আরও যোগ করে তিনি বলেন, ‘আমার ভাই তানিকে ভুলভাল কথাও বলেছিল। বেচারা, সে তখন এক্সাইটেড হয়ে আমার জন্য বিটিএস (বিহাইন্ড দ্য সিনস) কন্টেন্টের শুট করছিল। হঠাৎ করে সেই অভিনেত্রী চিৎকার করে বলে, তুমি একটা সিনের মাঝে আছো তো? শুটিং করছো, তাই নয় কি? একেবারে উচ্ছৃঙ্খল’ টাইপের। আর সবার সামনে ভদ্র সাজছিল। জানি না ওর পিআর ওকে এমন জনসমক্ষে এভাবে সাজিয়ে রেখেছিল কি না! কিন্তু সে মোটেও ওরকম ছিল না। এটাই একমাত্র খারাপ ঘটনা যা সেদিন ঘটে, বাকিটায় সবই ভালো ছিল!’
সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হতেই, শুরু হয়, নেটিজেনদের অনুমান পর্ব! কে এই অভিনেত্রী?কেউ বলেন, তিনি সারা আলি খান। অন্য দল বলেন, কিয়ারা আদভানির, কিন্তু পরে জানা যায় যে কিয়ারা, আশিস চঞ্চলানির ক্রাশ!
View this post on Instagram
ইউটিউবের জন্য কমিক ভিডিয়ো বানান আশিস (Ashish Chanchlani ) । কিছুদিন আগে তাঁর ভোলবদল নিয়ে চর্চা শুরু হয়ে যায়। ৪০ কেজি ওজন ঝরিয়ে ফেলেন আশিস। এখন বলিউডের অভিনেতাদের টেক্কা দিচ্ছেন ইউটিউবার। ৪০ কেজি ওজন ঝরানোর পথ কতটা কঠিন ছিল? আশিসের জবাব, ‘রাতের দিকে লোভ সামলানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। খুব খিদে পেত। তখন নিজেকে ‘হাল্ক’ মনে হত। চিপ্স আমার ভীষণ প্রিয়। পিৎজা, বার্গার, মিষ্টি ছেড়ে দিলেও, চিপস আমি ছাড়তে পারতাম না। এখনও চিপসের কথা বললে আমার জিভে জল আসে। পরে রাতের দিকে খিদে সামলাতে, মশলা দিয়ে দইয়ের ঘোল খাওয়া শুরু করি।’
কেন হঠাৎ ওজন কমানোর এই ভুত চাপে আশিসের, এই প্রশ্ন উঠে আসে কিং খানের নাম, কেন? আশিসের কথায়, ‘২০১৬ সালে শাহরুখ, আমার ভুঁড়ি ধরে বলেন তোমায় ওজন ঝরাতেই হবে। যাঁরা নিজের শরীরের তোয়াক্কা করে না, তাদের আমি পছন্দ করি না। বিশ্বাস করো, রোগা হওয়ার পর তোমাকে আরও মিষ্টি লাগবে। তিনি আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলেন। সে দিনই প্রথম আমার মনে হয়, আমার চেহারাও ভাল হতে পারে, আমাকেও অন্যদের মতো সুন্দর দেখতে হতে পারে। তবে সেই পথে হাঁটতে ৮টা বছর সময় লেগে যায়।’