শেষ আপডেট: 2nd February 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: সুরের জগতে তিনি কিংবদন্তি। আট দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে তাঁর অবাধ বিচরণ, যা খুব কম শিল্পীর জীবনেই সম্ভব হয়। সরস্বতী পুজোর দিনে নিজের দীর্ঘ সংগীত সফর নিয়ে মুখ খুললেন পদ্মবিভূষণপ্রাপ্ত আশা ভোঁসলে। মাত্র ১০ বছর বয়সে গানের যাত্রা শুরু করেছিলেন তিনি। ৮১ বছরেরও বেশি সময় ধরে সুরের দুনিয়ায় রাজত্ব করছেন। কী তাঁকে আজও অনুপ্রাণিত করে?
গায়িকার অকপট জবাব, 'আমি অতীতের দিকে তাকাই না, ভবিষ্যতের কথাও ভাবি না। শুধু বর্তমানকে উপভোগ করি এবং সেরাটা দেওয়ার চেষ্টা করি।'
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই গায়িকা এখনও মাইকের সামনে দাঁড়ালে স্নায়ুচাপে ভোগেন। তাঁর কথায়, '১১ হাজারেরও বেশি গান রেকর্ড করার পরও পারফরম্যান্সের আগে আমার হাত-পা ঠান্ডা হয়ে যায়। কারণ, আমি বিশ্বাস করি, যদি গান ঠিকমতো না গাই, তবে আর ডাক পাব না। এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।'
অনেকেই তাঁকে ‘মা সরস্বতী’ বলে সম্বোধন করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি বরাবরই লাজুক মানুষ। জনসমক্ষে আমার ব্যক্তিত্ব আর ব্যক্তিগত সত্তা এক নয়। প্রশংসা পেলে কীভাবে প্রতিক্রিয়া জানাব, তা বুঝতে পারি না। তবে এটুকু জানি, আমি আজ যা কিছু হয়েছি, সবই মা সরস্বতীর আশীর্বাদে। আমাকে তাঁর সঙ্গে তুলনা করা একেবারেই সঠিক কাজ বলে মনে করি না।'
গত বছর অর্থাৎ ২০২৪-এর দুবাইয়ের এক কনসার্টে তিনি গেয়েছিলেন 'ব্যাড নিউজ (২০২৪)' ছবির হিট গান 'তওবা তৌবা'। তাঁর পারফরম্যান্স ভাইরাল হয়েছিল। সেই প্রসঙ্গে বলেন, 'আমি কখনওই নিজেকে একঘেয়ে করে রাখিনি। নতুন কিছু করতে ভালবাসি, কখন কখন গণ্ডি ভাঙতেও পছন্দ করি।'
সেই কনসার্টেই জিজ্ঞাসা কর আধুনিক গান কি শোনেন আশা ভোঁসলে? গায়িকার স্পষ্ট জবাব, 'আমি পুরনো বা নতুন বলে গান বিচার করি না। আমার কাছে পার্থক্য একটাই—ভাল গান আর খারাপ গান।'