
দ্য ওয়াল ব্যুরো: দিওয়ালিতে প্রতিবার নিজে হাতে ক্ষীর বানান গৌরী। মন্নতের রান্নাঘর ম ম করে সে ক্ষীরের গন্ধে। অনেক ছোট থেকেই ওই একটা দিন রান্নাঘরই ধ্যানজ্ঞান আরিয়ান (Aryan Khan), সুহানার।
মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর শাহরুখ খানের ছেলে আরিয়ানের যখন একটার পর একটা জামিনের আবেদন খারিজ হয়ে যাচ্ছে, তখন কাঁদতে কাঁদতে ঘনিষ্ঠ মহলে গৌরী বলেছিলেন, ছেলে জেল থেকে না ফিরলে আর এবার দিওয়ালিতে ক্ষীর বানাবেন না। আলো জ্বালাবেন না মন্নতে।
শেষপর্যন্ত দিওয়ালির আগেই বাড়ি ফিরলেন আরিয়ান। বৃহস্পতিবার জামিন পেলেও কাগজপত্রের জটিলতায় জেলমুক্তি আটকে ছিল। শুক্রবার দুপুরেও শোনা গয়েছিল বিকেলের পর হয়তো আর্থার জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান। কিন্তু তা হয়নি। এদিন সকালেই দুধসাদা মার্সিডিজ নিয়ে আর্থার জেলের বাইরে ছেলেকে আনতে পৌঁছে যান শাহরুখ।
জেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে পিছনের বাঁদিকের আসনে বসেন আরিয়ান। সামনের সিটে বাবা কিং খান। গোটা রাস্তায় তখন মানুষের ঢল। ব্যানারে, পোস্টারে লেখা ‘মহব্বতে’র কথা। মন্নতের বাইরেও অকাল দিওয়ালি। ব্যান্ড পার্টি, স্লোগান—সে হইহই কাণ্ড। যেন শাহরুখের নতুন ছবি রিলিজ হয়েছে। আজ সত্যিই গোটা মন্নতের ‘দিল তো পাগল হ্যায়।’ শাহরুখের মেয়ে সুহানাও ফিরে এসেছেন বিদেশ থেকে।
অন্তত আট বার জামিন নাকচ হওয়ার পর ২৬ দিন পর জামিন পান আরিয়ান। শাহরুখ পুত্রকে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে আদালত। ২৩ বছরের আরিয়ানের জামিনদার হিসেবে ওকালতনামায় সই করেছেন জুহি চাওলা। একাধিক শর্তে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। বলা হয়েছে শাহরুখ-পুত্র কোনও ভাবেই বিদেশ যেতে পারবেন না। দেশের মধ্যেও অন্যত্র যেতে হলে জানাতে হবে এনসিবি-কে। মুনমুন ধামোচা, আরবাজ মার্চেন্টের সঙ্গেও কোনও যোগাযোগ করতে পারবেন না আরিয়ান।