শেষ আপডেট: 24 August 2023 04:24
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভারতের ইতিহাসে অন্যতম সাফল্যের দিন। এদিন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ সারা ভারতের মানুষকে গর্বিত করেছে। বলিউড থেকে সাধারণ মানুষ চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য ইসরোকেও প্রশংসায় ভরাচ্ছেন সকলে। তবে এরই মধ্যে বিপাকে পড়েছেন অভিনেতা প্রকাশ রাজ (prakash raj)।
কয়েকদিন আগেই প্রকাশ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চন্দ্রযানকে নিয়ে একটি কার্টুন পোস্ট করেছিলেন। সেখানে একজন চা বিক্রেতার কার্টুন এঁকে সেখানে লেখা ছিল 'ব্রেকিং নিউজ! চাঁদ থেকে পাঠানো বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি, ওয়াও।' অর্থাৎ এই ছবি দিয়ে যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করতে চেয়েছেন সে বিষয়ে নিশ্চিত ছিলেন অনেকেই। যদিও প্রকাশ পরে প্রধানমন্ত্রীকে কটাক্ষের বিষয়টি অস্বীকার করেন এবং অন্য একটি ব্যাখ্যা দেন তবে সেই ব্যাখ্যায় অনেকেই সন্তুষ্ট হতে পারেননি।
কোথাও প্রকাশ রাজ এবং ইসরো প্রধান এস সোমনাথের ছবি পাশাপাশি রেখে দু'জনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুলনা করা হয়েছে, আবার কোনও মিমে দেখানো হয়েছে যখন সারা ভারতের সমস্ত ভারতবাসী আনন্দ করছেন তখন একপাশে গোমড়া মুখে বসে আছেন প্রকাশ রাজ। অর্থাৎ চন্দ্রযান ৩-এর সাফল্যে যে আদৌ খুশি হননি প্রকাশ এমনই বোঝানো হচ্ছে সেই মিমে। এক ধাপ এগিয়ে কেউ কেউ আবার চন্দ্রযান-এর সাফল্যকে ছোট করার জন্য অভিনেতাকে গ্রেফতারের নিদান দিচ্ছেন।
যদিও প্রকাশ রাজ যে তাঁর সেই পোস্টে প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছেন এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে প্রকাশের ব্যাখ্যা, তিনি এক জনপ্রিয় রসিকতার কথাই বলেছিলেন তাঁর সেই পোস্টে। কী সেই রসিকতা? প্রবাদ অনুযায়ী, কেরালার মানুষরা কাজের সন্ধানে বহু দেশের অনেক জায়গায় ছড়িয়ে আছেন। তেমন ভাবেই যখন নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে পা রেখেছিলেন সেই সময়ে তিনি ভেবেছিলেন তিনিই প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখছেন। তবে সেখানে পা রাখার পর তিনি দেখেন আগেই সেখানে কেরলের এক চা বিক্রেতা চায়ের দোকান খুলে বসেছে। অর্থাৎ কাজের প্রয়োজনে চাঁদেও পাড়ি দিতে পারেন এই মানুষগুলি। প্রকাশের ব্যাখ্যা অনুযায়ী এই জনপ্রিয় এবং মজাদার প্রচলিত রসিকতার কথাই তিনি বলতে চেয়েছিলেন।
ইসরোয় বাঙালির 'বিক্রম'! চন্দ্রযানের দুরন্ত সাফল্যের পরে গগনযান টিমেও থাকছেন জলপাইগুড়ির কৌশিক