Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

বিপাকে প্রকাশ রাজ, চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পরই অভিনেতাকে গ্রেফতারের দাবি নেটপাড়ায়

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভারতের ইতিহাসে অন্যতম সাফল্যের দিন। এদিন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ সারা ভারতের মানুষকে গর্বিত করেছে। বলিউড থেকে সাধারণ মানুষ চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য ইসরোকেও প্রশংসায় ভরাচ্ছেন সকলে। তবে এরই মধ্যে বিপাকে পড়েছেন অভ

বিপাকে প্রকাশ রাজ, চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পরই অভিনেতাকে গ্রেফতারের দাবি নেটপাড়ায়

শেষ আপডেট: 24 August 2023 04:24

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভারতের ইতিহাসে অন্যতম সাফল্যের দিন। এদিন চন্দ্রযান ৩-এর সফল অবতরণ সারা ভারতের মানুষকে গর্বিত করেছে। বলিউড থেকে সাধারণ মানুষ চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য ইসরোকেও প্রশংসায় ভরাচ্ছেন সকলে। তবে এরই মধ্যে বিপাকে পড়েছেন অভিনেতা প্রকাশ রাজ (prakash raj)।

https://twitter.com/prakashraaj/status/1694638892471754820?s=48

কয়েকদিন আগেই প্রকাশ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চন্দ্রযানকে নিয়ে একটি কার্টুন পোস্ট করেছিলেন। সেখানে একজন চা বিক্রেতার কার্টুন এঁকে সেখানে লেখা ছিল 'ব্রেকিং নিউজ! চাঁদ থেকে পাঠানো বিক্রম ল্যান্ডারের প্রথম ছবি, ওয়াও।' অর্থাৎ এই ছবি দিয়ে যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করতে চেয়েছেন সে বিষয়ে নিশ্চিত ছিলেন অনেকেই। যদিও প্রকাশ পরে প্রধানমন্ত্রীকে কটাক্ষের বিষয়টি অস্বীকার করেন এবং অন্য একটি ব্যাখ্যা দেন তবে সেই ব্যাখ্যায় অনেকেই সন্তুষ্ট হতে পারেননি।

https://twitter.com/thememexpress/status/1694332523512582328
গতকাল অর্থাৎ বুধবার চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পরই নেটপাড়া ছেয়ে গিয়েছে প্রকাশকে কটাক্ষ করে বানানো মিমে (arrest prakash raj trend on x after chandrayaan 3 success)।

কোথাও প্রকাশ রাজ এবং ইসরো প্রধান এস সোমনাথের ছবি পাশাপাশি রেখে দু'জনের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুলনা করা হয়েছে, আবার কোনও মিমে দেখানো হয়েছে যখন সারা ভারতের সমস্ত ভারতবাসী আনন্দ করছেন তখন একপাশে গোমড়া মুখে বসে আছেন প্রকাশ রাজ। অর্থাৎ চন্দ্রযান ৩-এর সাফল্যে যে আদৌ খুশি হননি প্রকাশ এমনই বোঝানো হচ্ছে সেই মিমে। এক ধাপ এগিয়ে কেউ কেউ আবার চন্দ্রযান-এর সাফল্যকে ছোট করার জন্য অভিনেতাকে গ্রেফতারের নিদান দিচ্ছেন।

https://twitter.com/prakashraaj/status/1693604500844483051

যদিও প্রকাশ রাজ যে তাঁর সেই পোস্টে প্রধানমন্ত্রীকে সমালোচনা করেছেন এই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে প্রকাশের ব্যাখ্যা, তিনি এক জনপ্রিয় রসিকতার কথাই বলেছিলেন তাঁর সেই পোস্টে। কী সেই রসিকতা? প্রবাদ অনুযায়ী, কেরালার মানুষরা কাজের সন্ধানে বহু দেশের অনেক জায়গায় ছড়িয়ে আছেন। তেমন ভাবেই যখন নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে পা রেখেছিলেন সেই সময়ে তিনি ভেবেছিলেন তিনিই প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখছেন। তবে সেখানে পা রাখার পর তিনি দেখেন আগেই সেখানে কেরলের এক চা বিক্রেতা চায়ের দোকান খুলে বসেছে। অর্থাৎ কাজের প্রয়োজনে চাঁদেও পাড়ি দিতে পারেন এই মানুষগুলি। প্রকাশের ব্যাখ্যা অনুযায়ী এই জনপ্রিয় এবং মজাদার প্রচলিত রসিকতার কথাই তিনি বলতে চেয়েছিলেন।

ইসরোয় বাঙালির 'বিক্রম'! চন্দ্রযানের দুরন্ত সাফল্যের পরে গগনযান টিমেও থাকছেন জলপাইগুড়ির কৌশিক


ভিডিও স্টোরি