
একজন লেখেন, আপনার একদিনের উপার্জনেই তো বাচ্চাটা বেঁচে যেতে পারে। তবে তাঁর মুখ বন্ধ করে দিতে পাল্টা অর্জুন লেখেন, দিনে ১৬ কোটি টাকা আয় করলে অবশ্যই এই পোস্ট করার প্রয়োজন হত না। কিন্তু ১৬ কোটি টাকা দেওয়া আমার আয় নয়। আমার পক্ষে অতটা করা সম্ভব নয় জেনেই আমি আমার যতটুকু করণীয় করেছি ওকে সাহায্য করতে, পোস্টও করেছি যাতে ওকে সাহায্য করায় ইতিবাচক সাড়া পাওয়া যায়। মনে হচ্ছে, বলিউডের তারকারা ভক্তদের যা খুশি মন্তব্য সহজে মুখ বুজে মেনে নিতে আর রাজি নন। সম্প্রতি অভিষেক বচ্চনও ইন্টারনেটে বিদ্রূপকারীদের কড়া জবাব দিয়েছেন।
গত বৃহস্পতিবারই অভিনেত্রী সোনম কপূর ইনস্টাগ্রামে অর্জুনের সঙ্গে নিজের শৈশব কালের একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি শেয়ার করে অভিনেত্রীর ফ্যান ক্লাব। ক্যাপশনে সোনম লেখেন, অর্জুন কপূর তোমায় মিস করি, ভালবাসি।
অর্জুনকে শেষ দেখা গিয়েছে দিবাকর ব্যানার্জির সন্দীপ ঔর পিঙ্কি ফারার ছবিতে। সহ অভিনেত্রী পরিণীতি চোপড়া। আগামীদিনে অর্জুনকে দেখা যাবে এক ভিলেন রিটার্নস, ভূত পুলিশ ও সর্দার কা গ্র্যান্ডসন ইত্যাদি ছবিতে।