শেষ আপডেট: 1st February 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো: অর্জুন কাপুরের ব্যক্তিগত জীবন সবসময়ই অধিকাংশ নেটের দৃষ্টি আকর্ষণ করে। মালাইকা অরোরার সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা, বিচ্ছেদ এবং এর মাঝে কুশা কপিলার সঙ্গে নাম জড়ানো—সবই চর্চার বিষয়। সম্প্রতি, পাপারাৎজিদের প্রশ্নের মুখোমুখি হয়ে অর্জুন কাপুর তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন।
অর্জুন এবং মালাইকার ছয় বছরের সম্পর্ক ভেঙে গেছে গতবছর, তবে তাঁর ব্যক্তিগত জীবন এখনও বেশ আলোচনায়। 'মেরে হাজব্যান্ড কি বিবি' সিনেমার প্রচারে আসার সময়, অর্জুন কাপুরকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের বিষয়ে তাঁর পরিকল্পনা কী? উত্তরে অভিনেতা বলেন, 'যদি ভবিষ্যতে বিয়ে নিয়ে কোনও পরিকল্পনা করি, তা হলে আপনাদের সকলকে জানিয়ে দেব। তবে আজ আমরা সিনেমা নিয়ে কথা বলতে এসেছি। আমি শুধু আমার ছবির প্রচার নিয়ে কথা বলব।'
View this post on Instagram
অর্জুন আরও বলেন, 'আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি আগে অনেক কিছু বলেছি। যখন মনে করব, তখন উপযুক্ত সময়ে আপনাদের জানিয়ে দেব।' পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন আলাদা রাখার বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি।
এদিকে, রসিকতা করে অর্জুন বলেন, 'এখন আমাকে আমার পর্দার স্ত্রীদের উদযাপন করতে দিন। সঠিক সময়ে আমার বাস্তব স্ত্রীর কথা বলব। তবে এখনও সেভাবে কিছু ঠিক হয়নি।' এই মন্তব্যের পর, অর্জুনের নতুন সম্পর্ক নিয়ে আবার গুঞ্জন শুরু হয়েছে।