শেষ আপডেট: 15th April 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: শ্রীদেবীর সঙ্গে বাবার সম্পর্ক থেকে বিয়ে, কিছুই মেনে নিতে পারেননি অর্জুন কাপুর (Arjun Kapoor loved Sridevi's Film)। তাঁদের সম্পর্কের তিক্ততা একাধিক সময়ে খবরের শিরোনামে উঠে এসেছে। এবার সেই শ্রীদেবীর সিনেমা নিয়েই এক অজানা তথ্য সামনে আনলেন অভিনেতা। তিনি জানান, শ্রীদেবী ও অনিল কাপুর অভিনীত 'মিস্টার ইন্ডিয়া' সিনেমা তাঁর খুব পছন্দের। এমনকি ছোটবেলায় এই সিনেমা না দেখলে খাবারও খেতেন না তিনি।
১৯৮৭ সালে মুক্তি পায় 'মিস্টার ইন্ডিয়া'। ছবির নির্মাতাদের প্রশংসা করেছেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। সিনেমায় ব্যবহৃত ভিএফএক্স নিয়ে তিনি বলেন, 'আমি জানিনা তাঁরা কীভাবে করেছেন , তবে কাজ সত্যি অসাধারণ। আমার মনে হয় সেইসময় ভাল কাজ করার ধৈর্য ছিল নির্মাতাদের মধ্যে। এটি (মিস্টার ইন্ডিয়া) একটি ব্যয়বহুল সিনেমা। বাবা আমায় বলেছিলেন এই সিনেমা তৈরি করতে তারা আরকে স্টুডিওর তিনটে ফ্লোর বুক করা হয়েছিল।'
ছোটবেলার কথা মনে করে অর্জুন জানান, মিস্টার ইন্ডিয়া (Mr India) না দেখলে তিনি খাবারও খেতে চাইতেন না। তবে সিনেমায় এক শিশুর মৃত্যুর দৃশ্য তাঁকে কষ্ট দিত। তাই প্রত্যেকবার সেই দৃশ্যটুকু এড়িয়ে যেতেন।
'মিস্টার ইন্ডিয়া' সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে। ভারতের উপর বহিরাগত শক্তি কী প্রভাব ফেলতে পারে সেই চিত্র তুলে ধরে এই সিনেমা। দেশের দরিদ্র ও ক্ষুধার্ত মানুষকে রাজনীতির দ্বারা দমন করা হচ্ছিল। সেইসময়ে গোটা বিশ্বই ভারতে আগ্রহ দেখাচ্ছিল এবং এদেশের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছিল।' এমনটাই মনে করেন অভিনেতা।
'মিস্টার ইন্ডিয়া' সিনেমা দর্শকমহলে বিপুল জনপ্রিয় হয়েছিল। শ্রীদেবী (Sridevi) ও অনিল কাপুর (Anil Kapoor) জুটি প্রশংসা পেয়েছিল। বিশেষ করে 'হাওয়া হাওয়াই' গানটি মুক্তির এত বছর পরও সিনেপ্রেমীদের মুখে মুখে শোনা যায়।