ছবি সৌজন্যে : ইন্টাগ্রাম
শেষ আপডেট: 31st October 2024 15:24
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে বলিউডে গুঞ্জন চলছে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরকে নিয়ে। তারা নাকি বিচ্ছেদের পথে হেঁটেছেন। কোনও অনুষ্ঠান বা পার্টিতে দেখা যায় না দু'জনকে। আগে যেভাবে দু'জন দু'জনের ইনস্টা স্টোরিতে জায়গা পেতেন, তাও এখন বন্ধ। পথ আলাদা হয়েছে এমনই শোনা যাচ্ছিল। যাতে দুদিন আগেই সিলমোহর দেন অভিনেতা। এবার একটি রহস্যময় পোস্ট করলেন মালাইকা। যা থেকে বিচ্ছেদের বিষয় বেশ খানিকটা স্পষ্ট হয়।
২০১৭ সালে আরবাজ খানের সঙ্গে ডিভোর্স হয় মালাইকা আরোরার। এরপরই নিজের থেকে বয়সে অনেক ছোট অর্জুন কাপুরের সঙ্গে ডেট শুরু করেন। যা নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি অভিনেত্রীকে। অর্জুনকেও শুনতে হয় একাধিক কথা। বাঁকা চোখেই তাঁদের সম্পর্ককে দেখা হত শুরুতে।
কিন্তু ২০১৮ সাল থেকে ডেট করার পর ২০১৯-এ জনসমক্ষে দু'জন দু'জনকে স্বীকার করেন এবং ডোন্ট কেয়ার মানসিকতা নিয়ে সকলের সামনে একসঙ্গে দেখা দিতে থাকেন।
বলিউডের পাওয়ার কাপল বলা হত এই জুটিকে। কিন্তু ২০২৪-এর শুরু থেকেই একসঙ্গে দেখা যায়নি আর। এই নিয়ে বহুদিন দু'জনে চুপ থাকলেও অবশেষে দু'দিন আগে অর্জুন মুখ খোলেন। পাপারাৎজিদের উদ্দেশে বলেন, 'আমি এখন সিঙ্গল, একটু রিল্যাক্স করো..।' যদিও মালাইকার খারাপ সময়ে পাশে ছিলেন অভিনেতা। সম্প্রতি মালাইকার বাবার মৃত্যুতে তাঁর বাড়িতে পৌঁছেছিলেন অর্জুন।
নিজের স্টোরিতে বৃহস্পতিবার মালাইকা লেখেন, 'কোনও হৃদয়কে এক সেকেন্ডের জন্য স্পর্শ করা হলে তা সারাজীবনের জন্য একটা আস্ত আত্মাকে স্পর্শ করার সমান হতে পারে।' এর পরই তিনি সকলকে সুপ্রভাত জানান।