শেষ আপডেট: 18th September 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: এড শিরানের সঙ্গে মঞ্চ কাঁপিয়েছেন অরিজিৎ সিং। এই খবর আজ আর নতুন নয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ লন্ডনের সেই কনসার্টের ভিডিয়ো ঘুরছে অনুরাগীদের ফোনে ফোনে। গায়ক নিজেও এড শিরানের সঙ্গে অনুষ্ঠানের কয়েকটুকরো ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এড শিরান যখন মঞ্চে ওঠেন, তখন যেভাবে ঝুঁকে পড়ে পা ছুঁতে যান অরিজিৎ, তা মন ছুঁয়ে নিয়েছে গোটা বিশ্বের। এমন এক কনসার্টে গানের মাঝেই বেজায় চটলেন সংগীত শিল্পী। সেখানেও উঠে এল কলকাতায় তিলোত্তমার বিচারের দাবিতে চলা প্রতিবাদের কথা।
ততক্ষণে মঞ্চ জমিয়ে ফেলেছেন অরিজিৎ। গান গাইতে শুরু করবেন, মাঝে এল অন্য গানের আবেদন। গানটি হল 'আর কবে'। কলকাতায় ঘটে যাওয়া ধর্ষণ ও খুনের প্রতিবাদে গানটি গেয়েছিলেন শিল্পী। এই গানের আবেদন পেয়ে চটে যান তিনি। মঞ্চে দাঁড়িয়ে কার্যত ধমক দেন অনুরাগীকে। বলেন, 'এটা ঠিক জায়গা নয়। আমি এখানে প্রতিবাদ করতে আসিনি। এখানে আপনারা আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। এটা ওই গান (আর কবে) গাওয়ার জায়গা ও সময় নয়। ওটা শুনতে হলে কলকাতায় যান। রাস্তায়।'
মঞ্চে যখন গান শোনাতে ওঠেন বাংলার এই শিল্পী। গান ছাড়া তেমন কোনওকিছু নিয়েই কথা হোক তা তিনি পছন্দ করেন না। নিষ্ঠাভাবে কাজই করেন। লন্ডনের এই অনুষ্ঠানেও সেই বিষয়টিই উঠে এল। অনুরাগীকে সাফ জানিয়ে দিলেন নিজের কথা। গাইতে শুরু করে দিলেন 'রমতা যোগী'।
এখানেই শেষ নয়, এই কনসার্টে বেশ কয়েকবার বিরক্ত হন সংগীত শিল্পী। স্টেজে অর্ধেক খাওয়া খাবারের প্যাকেট নিয়েও মন্তব্য করেন। জানা, যেখানে তিনি গান গাইছেন সেটা তাঁর কাছে মন্দির। তাই মন্দিরে যেভাবে আমরা খাবারের প্যাকেট ফেলে রাখি না। স্টেজেও যিনি একাজ করেছেন তাঁর এটা করা উচিত হয়নি। এরপর নিরাপত্তাক্ষীদের সেই প্যাকেট তুলে দেন তিনি।
আর এই কনসার্ট এই সবকিছু নিয়ে বেশ চর্চায় রয়েছে শেষ কয়েকদিন ধরে।