শেষ আপডেট: 25th January 2025 22:09
দ্য ওয়াল ব্যুরো : বলিউডের প্লে-ব্যাক গায়ক অরিজিৎ সিং পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন। দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগের দিন তাঁকে এই সম্মান জানানো হয়েছে। প্রসঙ্গত, দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান হল এই পদ্মশ্রী। চলতি বছর মোট ১৩৯ ভারতীয়কে এই পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে। এরমধ্যে সাতজনকে পদ্ম বিভূষণ, ১৯ জনকে পদ্ম ভূষণ এবং ১১৩ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলা থেকে অরিজিতের পাশাপাশি আরও অনেকেই পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। সেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী মমতা শঙ্কর, ঢাকি গোকুলচন্দ্র দাস, শিক্ষাবিদ নগেন্দ্রনাথ রায়, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজাঙ্কার, ধর্মগুরু স্বামী প্রদীপ্তানন্দ (কর্তিক মহারাজ), শিল্পী তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং সমাজসেবী বিনায়ক লোহানি।
উল্লেখ্য, কলা বিভাগে অরিজিৎ সিং পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন। তবে অরিজিৎ ছাড়াও বিনোদন জগৎ থেকে অনেককেই পদ্ম সম্মান দেওয়া হয়েছে। ভোজপুরি ভাষার জনপ্রিয় গায়ক প্রয়াত শারদা সিনহাকে পদ্ম বিভুষণে সম্মানিত করা হবে। এছাড়াও পদ্ম ভূষণ তালিকায় নাম রয়েছে অনন্ত নাগ, যতীন গোস্বামী, নন্দমুড়ি বালাকৃষ্ণ, প্রয়াত গায়ক পঙ্কজ উদাস, দক্ষিণী সিনেমার নায়ক অজিত কুমার, শেখর কাপুর এবং শোভনা চন্দ্র কুমার। এছাড়া পদ্ম শ্রী তালিকায় অরিজিৎ ছাড়াও নাম রয়েছে গায়ক জসপিন্দর নারুলার।