শেষ আপডেট: 26th September 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ল্ড ট্যুর করছেন অরিজিৎ সিং। এই মুহূর্তে রয়েছেন ব্রিটেনে। তাঁর কনসার্ট থেকে নিত্যনতুন কিছু না কিছু ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আরও একটি ভিডিও ছড়িয়েছে যেখানে দেখা যাচ্ছে এক মহিলা ফ্যানের কাছে ক্ষমা চাইছেন তিনি। ঠিক কী ঘটনা ঘটেছিল যার জন্য ক্ষমা চেয়ে নিতে হল গায়ককে।
অরিজিতের কনসার্ট থেকে এক মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে! অভিযুক্ত কনসার্টেরই এক নিরাপত্তারক্ষী। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই মহিলাই। দেখা যাচ্ছে, অরিজিৎ যে স্টেজে প্রোগ্রাম করছেন তার ঠিক সামনেই হইচই সৃষ্টি হয়েছে। ওই মহিলাকে ঘাড় ধরে কার্যত বের করে দিতে চাইছেন একজন। তবে সঙ্গে সঙ্গে তাঁকে আটকান খোদ গায়ক।
মহিলা দাবি করেছেন, অরিজিৎ তাঁকে কাছে আসার জন্য ডেকেছিলেন। তাই তিনি এগিয়ে গেছিলেন। কিন্তু নিরাপত্তারক্ষী কোনও ভাবেই তাঁকে এগোতে দিচ্ছিলেন না। এই কারণেই বচসা হয় তাঁদের মধ্যে। ফলত তাঁকে বের করে দিতে চাইছিলেন ওই কর্মী। কিন্তু এরই মাঝে স্টেজ থেকে ঘটনাটি লক্ষ্য করে প্রতিবাদ করেন অরিজিৎ। ক্ষমা চেয়ে নেন মহিলার কাছে।
অরিজিৎকে বলতে শোনা যায়, ''এইভাবে কাউকে চেপে ধরা একেবারেই উচিত নয়। আমি ওঁর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি দয়া করে বসে যান।'' ঘটনাটিতে গায়ক এতটাই বিচলিত হয়ে গেছিলেন যে এও বলেন, ''আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। আমি আপনাকে রক্ষা করতে চেয়েও পারলাম না। যদি করতে পারতাম...'' অরিজিতের এই কথা শুনে কনসার্টে আসা সকলে আরও চিৎকার করে ওঠেন।
This is not fair said @arijitsingh
— The Arijitians (@thearijitians_) September 25, 2024
When security grabbed a fan girl by the neck.. on the spot Arijit Singh said the guard. ❤️#UK Concert.
Follow uss for more Updates.@Atmojoarjalojo @RockOnMusicLtd @OfficialTMTM #ArijitSingh #Security #fans #arijitsinghlive @BBCNews pic.twitter.com/nbvbV3XnLs
কিছুদিন আগেই এড শিরানের সঙ্গে মঞ্চ কাঁপিয়েছেন অরিজিৎ সিং। গায়ক নিজেও এড শিরানের সঙ্গে অনুষ্ঠানের কয়েকটুকরো ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এড শিরান যখন মঞ্চে ওঠেন, তখন যেভাবে ঝুঁকে পড়ে পা ছুঁতে যান অরিজিৎ, তা মন ছুঁয়ে নিয়েছে গোটা বিশ্বের। তবে মাঝে আরও একবার রেগে গেছিলেন অরিজিৎ। কারণ তাঁর স্টেজে অর্ধেক খাওয়া খাবারের প্যাকেট পড়ে ছিল।