শেষ আপডেট: 5th February 2025 20:48
দ্য ওয়াল ব্যুরো: গুঞ্জন শোনা গিয়েছিল কিছু দিন আগেই। জানা গিয়েছিল স্ত্রী হেইলিকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করেছেন পপ গায়ক জাস্টিন বিবার। জাস্টিন জানিয়েছিলেন, তাঁর অ্যাকাউন্ট কেউ হ্যাক করে এই কাজ করেছে।
তবে হলিউডের বিভিন্ন সূত্র জানাচ্ছে, যা রটেছিল তাই নাকি ঠিক। আলাদাই হচ্ছেন দু'জনে। কিছু মাস আগেই সন্তান এসেছে তাঁদের পরিবারে! এরই মধ্যে কেন এই সিদ্ধান্ত? জাস্টিনের থেকে কত টাকাই বা খোরপোশ চাইছেন হেইলি?
সূত্র জানাচ্ছে, সন্তানের দেখভাল এবং বিচ্ছেদের জন্য গায়ক স্বামীর কাছে ৩০০ মিলিয়ন ডলার খোরপোশ চাইতে পারেন হেইলি। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ২৬২ কোটি ১৩৭ লক্ষ ৮৫ হাজার ৬৫০ টাকা। কেন হঠাৎই বিচ্ছেদের সিদ্ধান্ত? উঠে আসছে বেশ কিছু কারণ। সূত্র জানাচ্ছে, জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণই নাকি হেইলিকে বাধ্য করেছে এই সিদ্ধান্ত নিতে।
কিছু দিন আগেই এক ভিডিয়ো সামনে আসে। সেই ভিডিয়োতে জাস্টিনের রূপ দেখে আঁতকে ওঠেন তাঁর অনুরাগীরা। গাল ভেঙে গিয়েছে। ওজনও কমে গিয়েছে বেশ খানিক।
এখানেই শেষ নয়, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলাতে নাম জড়াতে পারে জাস্টিনের। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন কার্যত কলঙ্কিত এই গায়কের। এমতাবস্থায় হাইলি নাকি তাঁদের পাঁচ মাসের সন্তানকে নিয়ে এই বিতর্কিত মানুষের সঙ্গে আর সংসার করতে চাইছেন না, খবর তেমনটাই। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি দিতে দেখা যায়নি তাঁদের। তবে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি।