শেষ আপডেট: 9th February 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে বিয়ে নাকি জন্মজন্মান্তরের বন্ধন। তবে এসব কথার এখন বিশেষ মানে নেই! কোনও সম্পর্কে ভাল না থাকলে সেই সম্পর্কে নিজেকে আটকে রাখা উচিৎ না। তাই হয়তো ১৯ বছরের বিয়ে ভেঙে যায় আরবাজ ও মালাইকার। যদিও তারপর আবার প্রেম করেন আরবাজ। তবে প্রেমিকা জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গেও সম্পর্ক চার বছরের বেশি টেকেনি।
এত বছর পর অবশেষে থিতু হলেন সলমনের ভাই। ২০২৩ সালে আরবাজ খান বিয়ে করেছেন সুরা খানকে। তবে এই সম্পর্কের কথা কেউই জানত না। এমন কী আরবাজের বাড়ির লোকও না। তাই সেলেব্রিটি মেকআপ আর্টিস্টের সঙ্গে হঠাৎ বিয়ের কথা বললে হুলস্থুল পড়ে যায়। আরবাজের বাড়ির সবাই প্রথমে অবাক হলেও পরে বিষয়টা মেনে নেন।
View this post on Instagram
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরবাজকে নতুন বিয়ে নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, দুজনে বেশ ভালো আছেন। আর ভালো থাকার মূল কারণ বয়সের পার্থক্য। শুরা আরবাজের চেয়ে ১৬ বছরের ছোট। তাই হয়তো সম্পর্কটা এত মজবুত হয়েছে। আরও বলেন, 'ও জানত ও কি চায়। আর আমিও জানতাম। আমরা বিয়ের আগে অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি। তখনই আমরা একে অপরে চাহিদা নিয়ে আলোচনা করেছি। তাই বিয়ের মতো সিদ্ধান্তটা নিই। এবার পরে কী হয় সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে হ্যাঁ এইটুকু বলতে পারি, বিয়েটা হঠকারি সিদ্ধান্ত নয়।'
সুরার বয়স নিয়ে প্রশ্ন করলে অভিনেতা বলেন, 'ও তো আমার ব্যাপারে সবই জানত। আমি যে ওঁর থেকে বয়সে বড়, সেটাও জানত। তবে হ্যাঁ এটা বলতে পারি, কম বয়সি কাউকে বিয়ে করলে বিয়ে টিকে যাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে। এছাড়াও উল্টোদিকের মানুষের প্রতি সম্মান, ভালবাসা থাকলে সম্পর্কও ভাল থাকে।'
View this post on Instagram
২০২২ সালে 'পাটনা শুক্লা' ছবির শুটিং-এ দেখা হয় এই দুজনের। রবিনা টন্ডনের মেকআপ আর্টিস্ট হয়ে এসেছিলেন সুরা। সেখানে কিছু কাজের কথা হলেও পরে কাজের বাইরেও দেখা হতে থাকে সুরা-আরবাজের। প্রায় দু বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন।