শেষ আপডেট: 6th January 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: মাদ্রাজের মোজার্টের জন্মদিন আজ! এ আর রহমান। রহমানসঙ্গীত, এক ভিন্ন জঁর। সৃজনশীলতা এবং বহুমুখীতার একটি অসাধারণ মিশ্রণ। সীমানা পেরিয়ে, ভিন্ন সংস্কৃতির ডানায় গা ভাসিয়ে দেয় তাঁর সুর। সে সুর কখনও প্রেম, কখনও দুঃখ, আনুগত্য, বন্ধুত্ব কিংবা দেশপ্রেমের অনুভূতি ছুঁয়ে ফেলে।আজ এ আর রহমান সাতান্ন পেরিয়ে আটান্নতে পা দিলেন। তাঁর জন্মদিনে রহমানের সেরা ১০ অবিস্মরণীয় সৃষ্টি বেছে নিল ‘দ্য ওয়াল’। (A. R. Rahman, A. R. Rahman birthday, A. R. Rahman composer, A. R. Rahman singer)
দশকের পর দশক ধরে, আজও এক কাল্ট ক্লাসিক। সুরের সঙ্গে নির্ভুলভাবে মিশে গিয়েছে সিনেমাটোগ্রাফি। কুন্নুর, উটি, কিংবা মানালির ঐশ্বরিক এক পরিবেশে, সুরের অদৃশ্য তরঙ্গের ছুট! পাঠকের মনে অনেকক্ষণের ছাপ ফেলবে।
পরিচালক মণি রত্নমের কেরিয়ারে ‘দিল সে’ টাইমলেস মাস্টারপিস! এ আর রহমানের সুর, আরও জীবন্ত হয়ে উঠেছে সুখবিন্দরের গলায়। জোরালো গলা সঙ্গে উদ্দাম সঙ্গীত। বাড়তি পাওনা, শাহরুখ-মালাইকার ট্রেনের ছাদে দুর্দান্ত সেই হুক স্টেপ।
শুধু গান হয়েই থাকেনি, এক আধ্মাতিক মুহূর্তের দিকে ঠেলে দিয়েছে শ্রোতাদের। সোলফুল সঙ্গীত বলতে ঠিক যা বোঝায়, ঠিক তাই। কাওয়ালি গানটি গেয়েছেন, জাভেদ আলি, মোহিল চৌহান, নিজামি ব্রাদার্স এবং রহমান স্বয়ং।
হরিহরণ এবং কবিতা কৃষ্ণমূর্তির অসামান্য সুরেলা কম্বিনেশন। নিরিবিলি কোথাও, চোখ বন্ধ করে মেঘলা দিনে এই গান যে কীভাবে মনেপ্রাণে প্রেমের বীজ গেঁথে দিতে পারে, তা শ্রোতারা ছাড়া আর কেউ বুঝবে না।
দেশাত্মবোধক গান। অবিস্মরণীয় হয়েই রয়ে গেছে। ভারতের বৈচিত্র্য এবং ঐক্যের উদযাপন। ‘মা তুঝে সালাম’ অ্যালবাম গানটি লিখেছেন মেহবুব, গেয়েছেন স্বয়ং রহমান।
ছবির প্রত্যেকটি গানই অনবদ্য তবে লতা মঙ্গেশকর এবং এ আর রহমানের যুগলবন্দিতে ‘লুকা চুপ্পি’ একেবারে ভিন্ন মাত্রা দিয়েছে। এমন গান, যা মনে কোথাও গিয়ে যেন এক ধাক্কা মারে। মন খারাপ করে। এমন গান চোখ জল এনে দেয়।
২০১৩ সালে একটি ছবির সব গানই ছিল প্রায় সুপারহিট। হালকা, সহজ এক সুর ছিল ‘তুম তক’-এ। জাভেদ আলির কণ্ঠ, শ্রোতাদের মন জিতে ফেলেছে, বছরের পর বছর ধরে, অতুলনীয়ভাবে।
ইমতিয়াজ আলির ‘তামাশা’ থেকে এই একটি গান প্রচুর প্রশংসা কুড়িয়েছে। মনখারাপের গানও এটি তার সঙ্গে দীপিকা পাডুকোন এবং রণবীর কাপুর মনভাঙার পক্ষে প্রত্যেক সিনে ‘কাফি’ ছিলেন। অলকা ইয়াগনিক এবং অরিজিৎ সিংয়ের গলায় অনবদ্য।
সুফি আধ্যাত্মিক গান। এ আর রহমানের গলা ও কম্পোজিশনে, কম্বিনেশন প্যাক। রহমান গানের মাধ্যমে ধর্মীয় যে কোনও বাধা অতিক্রম করে ফেলতে পারে।
এ আর রহমান ছাড়া ‘জয় হো’ ছাড়া’, অসম্পূর্ণ। সুখবিন্দর সিং এবং মহালক্ষ্মী আইয়ারের প্রাণবন্ত কণ্ঠস্বর। ।২০০৮ সালে স্লামডগ মিলিওনায়ার ছবির এ.আর রহমানের ‘জয় হো’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনয়ন পেয়েছিল। ২০০৯-এ অ্যাকাডেমি পুরস্কার আসে ছবির ঝুলিতে। গর্বিত তখন গোটা দেশ৷