শেষ আপডেট: 13th February 2025 13:03
দ্য ওয়াল ব্যুরো: 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-এ কৌতুক অভিনেতা রণবীর আল্লাবাদিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে দেশজুড়ে শোরগোল থামার নাম নেই। ভারতীয় সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের অবমাননার অভিযোগে একাধিক রাজ্যে ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। নেটিজেন থেকে সেলিব্রিটি— অনেকেই তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করছেন। এবার সেই বিতর্কে নাম না করে প্রতিক্রিয়া দিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।
সম্প্রতি ভিকি কৌশল ও রশ্মিকা মান্দানার সিনেমা 'ছাবা'র এক অনুষ্ঠানে হাজির ছিলেন রহমান। সেখানে ভিকি তাঁকে অনুরোধ করেন, তিনটি ইমোজি দিয়ে নিজের সঙ্গীতকে ব্যাখ্যা করতে। উত্তরে রহমান ‘মুখ বন্ধ রাখা’ ইমোজি বেছে নেন এবং মজা করে বলেন, 'আমার মনে হয়, আমরা গত সপ্তাহেই দেখেছি যে মুখ খুললে কী হতে পারে! সেই সঙ্গে বেশি কথা বললে যে কী হয়, তা তো বোঝাই গিয়েছে।'
সাধারণত কোনও বিতর্কে মন্তব্য করতে দেখা যায় না রহমানকে। কিন্তু এবার যখন তিনি রণবীরের নাম না নিয়েও এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন, তখন দর্শকরা হতবাক হয়ে যান। বিতর্কের মধ্যে ইতিমধ্যেই ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ সংক্রান্ত সমস্ত ভিডিও ইউটিউব থেকে সরিয়ে ফেলেছেন শো-এর অন্যতম বিচারক ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সময় রায়না।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'যা কিছু ঘটছে, তা আমার পক্ষে সামলানো কঠিন। আমি আমার চ্যানেল থেকে 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এর সব ভিডিও মুছে দিয়েছি। আমার উদ্দেশ্য শুধু মানুষকে হাসানো ছিল। তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ সহযোগিতা করব।'
এদিকে, তদন্ত আরও বাড়তে পারে। শুধু রণবীর নন, অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থাকা রাখি সাওয়ান্ত, উরফি জাভেদ, রঘু রাম এবং ভারতী সিংকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এমনকি, দর্শক ও প্রতিযোগীদেরও তলব করা হতে পারে। অতীতের কোনও পর্বে বিতর্কিত মন্তব্য পাওয়া গেলে, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।