শেষ আপডেট: 20th February 2025 17:42
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বচ্চন বলিউডে নিজের জায়গা তৈরি করার আগে একের পর এক ফ্লপ ছবিতে মুখ দেখেছিলেন। সেই সময় পরিচালক অপূর্ব লাখিয়া তাঁর প্রথম ছবি 'মুম্বই সে আয়া মেরা দোস্ত'-এর জন্য অভিষেককে কাস্ট করতে চেয়েছিলেন। অপূর্ব এর আগে 'লগান'-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন এবং কিছু হলিউড ছবিতেও অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তবে নিজের প্রথম হিন্দি ছবি বানানোর সময় সিদ্ধান্ত নিতে পারছিলেন না।
সম্প্রতি 'ফ্রাইডে টকিজ'-এ দেওয়া এক সাক্ষাৎকারে অপূর্ব জানিয়েছেন, প্রযোজক পহলাজ নিহালানির ছেলে বিকি প্রথমে তাঁর ছবি প্রযোজনা করতে আগ্রহ দেখান। এরপর তিনি অভিষেককে প্রধান চরিত্রে নেওয়ার কথা বলেন এবং অভিষেকের সঙ্গে একাধিক বৈঠকও করেন। অভিষেক চিত্রনাট্য পছন্দ করেছিলেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ছয় মাস সময় নেন।
অপূর্ব মজার ছলে বলেন, 'প্রথমবার ওঁর কাছে গেলে শুধু জল দেওয়া হয়। এক সপ্তাহ পর গেলে ক্যাপুচিনো মেলে। চতুর্থ-পঞ্চম বৈঠকে বাদাম-কিশমিশ দেওয়া হয়, তখন বোঝা যায় সবুজ সংকেত পাওয়া গেছে। আর যখন স্যান্ডউইচ দেওয়া হয়, তখন নিশ্চিত হওয়া যায় যে শুটিং শুরুর পথে।'
কিন্তু সব হিসাব উল্টে দেন অভিষেক। ছয় মাস পর তিনি ফোন করে বলেন, 'ছবিটা হওয়া উচিত, কিন্তু আমার সঙ্গে নয়।' এতে প্রচণ্ড রেগে যান অপূর্ব। তিনি অভিষেকের হাত থেকে স্ক্রিপ্ট কেড়ে নিয়ে বলেন, 'কোনও সমস্যা নেই' এবং সোজা বেরিয়ে যান।
এই ঘটনার এক সপ্তাহ পর অভিষেকের সেক্রেটারি অপূর্বকে ফোন করেন। তখন অপূর্ব ঠিক করেছিলেন, তিনি ক্ষমা চাইবেন না। অনেকেই তাঁকে সতর্ক করেছিলেন যে, অমিতাভ বচ্চনের ছেলের সঙ্গে ঝগড়া করে তিনি নিজের কেরিয়ার শেষ করে ফেলেছেন।
অবশেষে বচ্চনদের বাড়িতে আবার দেখা হয়। অপূর্ব জানান, সেদিন আধ ঘণ্টা অপেক্ষা করানো হয় এবং শুধু জল দেওয়া হয়। অভিষেক এসে জানতে চান, তিনি কি রেগে আছেন? অপূর্ব বলেন, 'অবশ্যই রেগে আছি। আপনি অমিতাভ বচ্চনের ছেলে, আপনার সমস্যা হবে না। বিকি নিহালানির ছেলে, তারও সমস্যা নেই। কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আমার ভাড়ার টাকা জোগাড় করতেই চিন্তা করতে হয়। আমি ছয় মাস নষ্ট করলাম, আপনি যদি না করতেন, আগে বললেই পারতেন!'
এই কথার পর অভিষেক কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, 'তাহলে কবে থেকে শুটিং শুরু করবো?' অপূর্ব জানান, ক্ষমা না চেয়ে সরাসরি নিজের অবস্থান জানানোর জন্য অভিষেক তাঁকে আরও বেশি সম্মান করতে শুরু করেন এবং ছবিতে কাজ করতে রাজি হয়ে যান। এরপর থেকেই দু’জন ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। 'মুম্বই সে আয়া মেরা দোস্ত' ছবিতে লারা দত্তাও অভিনয় করেছিলেন, তবে সিনেমাটি বক্স অফিসে সফল হয়নি।