শেষ আপডেট: 1st September 2023 07:13
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা অভিনেত্রীদের জীবনটা পর্দার ওপারে ঠিক যতটা ঝাঁ চকচকে দেখায় তা যে আদৌ নয় এই কথা বারবার প্রমাণিত হয়েছে একের পর এক অভিনেতা অভিনেত্রীদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়। বারবার রহস্যমৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে অভিনেতা অভিনেত্রীদের মানসিক স্থিতি নিয়ে। ফের একবার দুঃসংবাদ টেলিভিশন জগতে। দক্ষিণী টিভি তারকা (south indian actress) অপর্ণা নায়ারের (aparna nair suicide) ঝুলন্ত দেহ মিলল তিরুবনন্তপুরমে তাঁর নিজের বাড়িতে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ নাগাদ অভিনেত্রীর ঘর থেকে উদ্ধার হয় অভিনেত্রীর অচৈতন্য দেহ। জানা গেছে, সেই সময়ে অপর্ণার মা এবং বোন দু'জনেই উপস্থিত ছিলেন বাড়িতে। এরপরই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। রাত ১১টা নাগাদ হাসপাতাল থেকেই পুলিশকে অভিনেত্রীর মৃত্যুর খবর জানানো হয়। ইতিমধ্যেই কর্ণাটক পুলিশ তদন্ত শুরু করেছে অভিনেত্রীর মৃত্যুর বিষয়ে।
স্বাভাবিক ভাবেই অপর্ণার এই রহস্যমৃত্যুর ঘটনায় স্তম্ভিত দক্ষিণের চলচ্চিত্র জগত। প্রাথমিক তদন্তে অপর্ণার মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ঠিক কোন কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন সেই প্রশ্নই ভাবাচ্ছে সকলকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাবে একের পর এক হাসি মুখের ছবি। স্বামী সঞ্জিত এবং দুই মেয়েকে নিয়ে সুখের সংসারের ছবি ছড়িয়ে ছিটিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। কোনও কোনও ছবিতে আবার স্বামীকে 'আমার শক্তি' লিখেছিলেন অপর্ণা।
প্রসঙ্গত, অপর্ণা শর্মার রহস্যমৃত্যুর ঘটনা মনে করিয়ে দিচ্ছে গত বছর সিরিয়ালের সেটে আত্মঘাতী হওয়া তুনিশা শর্মার ঘটনা। মানসিক অবসাদে আক্রান্ত ছিলেন তিনি। সেই সময়ে উঠে এসেছিল প্রেমিক শীজান খানের জড়িত থাকার খবরও। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহও একই ভাবে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। সুশান্তের মৃত্যুর পরই মানসিক স্বাস্থ্য নিয়ে নড়েচড়ে বসেন নেটিজেন থেকে চিকিৎসকরা। তবে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বাড়লেও আদৌ সেই সচেতনতার প্রয়োগ বাস্তব জীবনে ঘটছে কিনা এ প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকের মতে, প্রতিটি ঘটনার পর মুখে যতই বলা হোক পাশের মানুষটির মনের খবর রাখার কথা আদৌ সেই প্রয়োগ বাস্তবে ঘটছে না। সেই কারণেই এড়ানো যাচ্ছে না অভিনেতা অভিনেত্রীদের অস্বাভাবিক মৃত্যুর প্রবণতা।
'জওয়ান'-এর সঙ্গেই আসতে পারে 'দশম অবতার'-এর টিজার, পরিকল্পনা এসভিএফের