নিজস্ব চিত্র
শেষ আপডেট: 7th November 2024 01:21
দ্য ওয়াল ব্যুরো: কখনও চরিত্রাভিনেত্রী, কখনও সিনেমার মূল চরিত্র। অপরাজিতা আঢ্য মানেই ভুবন ভোলানো এক গাল হাসি, মিষ্টি মুখ এবং দাপুটে অভিনয়। তিনি কখনও কারও মা, কারও স্ত্রী বা কারও বোন। তবে, এবার একদম অন্যরকম। পরিচালক আতিউল ইসলামের হাত ধরে নেগেটিভ চরিত্রে অভিষেক হচ্ছে অপরাজিতা আঢ্যর। ছবির নাম 'বানসারা।' একটি ছোট্ট গ্রামকে ঘিরে গল্প। রয়েছে খুন, রাজনীতি, রহস্য ও একাধিক চমক।
পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম এই বানসারা। গ্রামের বন দেবীর নাম অনুসারেই এই গ্রামের নামকরণ। বনদেবী এতটাই জাগ্রত যে কেউ কোনও অন্যায় এই গ্রামে করলে তাকে নিজে হাতে ত্রিশূল দিয়ে বধ করেন তিনি। দেবীর ইচ্ছে,আদেশ, নির্ধারিত সিদ্ধান্ত সমস্ত কিছুই তিনি গ্রামের বড়মার মারফত পৌঁছে দেন সমস্ত গ্রামবাসীর কাছে। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে। নাম গৌরিকা দেবী। যে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। তিনি বানসারার ভাল-মন্দের একটি নিয়মাবলী ঠিক করে রেখেছেন। তাঁকেই বানসারার রক্ষক বলা হয়। এই গৌরিকা দেবীই একাধারে আবার রাজনীতিবিদও।
গল্প শুরু হয় খুন দিয়ে। বানসারায় দেবীর হাতে ক্রমাগত খুন হতে থাকে। সঙ্গে হতে থাকে বিভিন্ন ধরনের বেআইনি কাজ। সমস্ত অপরাধের কিনারা করতে গ্রামে আসেন দাপুটে পুলিশ অফিসার অজিতেশ। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্তকে। এই গ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষিকা বড়মার প্রিয় পাত্রী। গল্পে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই শিক্ষিকার চরিত্রে দেখা যাবে মুন সরকারকে। এই গ্রামকে সমস্ত অভিশাপ থেকে মুক্ত করতে আসরে নামবেন একজন কাপালিক। বিশ্বরূপ বিশ্বাস এই চরিত্রে যথাযথ। এই গ্রামের সমস্ত ঘটনা, সমস্ত ক্রাইম, অলৌকিকতা ও গ্রামের বনদেবীর প্রভাব নিয়ে লোকের কৌতুহল রয়েছে। সেই নিয়ে ডকুমেন্টারি ছবি করতে আসেন একজন। সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে লিজা ভৌমিককে।
গৌরিকা দেবীর অনুগত এবং একজন নিষ্ঠাবান পুরোহিতের ভূমিকায় দেখা মিলবে ভাস্কর দত্তর। এছাড়াও টলি পাড়ার বেশ কিছু নতুন ও পুরনো অভিনেতাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। মাইথোলজির চাদরে মোড়ানো এই গল্পের দর্শক গল্পের একদম শেষে গিয়ে জানতে পারবে, কীভাবে? কী কারনে ও কেন দেবীর হাতে খুন এতজন।