সালটা ২০০০। কিঁউকির শুটিং সেরে এসে বাড়িতে আলু টিক্কা বানাচ্ছিলেন অপরা। তখনই বেজে ওঠে ল্যান্ডফোন। ফোন তোলা মাত্র কানে আসে 'আমি সঞ্জয় লীলা বনশালী বলছি, দেবদাসের একটা চরিত্রে ভেবেছি আপনাকে'! '
শেষ আপডেট: 6 July 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: টেলিভিশনের যে ম্যাগনাম ওপাস শো'কে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে দর্শকের মনে। ১৭ বছর পর দর্শকের দরবারে ফিরছে 'কিঁউ কি সাঁস ভি কভি বহু থি'। তুলসী-মিহিরের জুটি আবার ফিরছে এত বছর পর। শুটিং শুরু হয়ে গিয়েছে 'কিঁউ কি সাঁস ভি কভি বহু থি' ধারাবাহিকের।
তবে শুধু তুলসি-মিহির নয়, পাশাপাশি বিপুল জনপ্রিয় ছিল এই সিরিয়ালের পার্শ্বচরিত্রেরা। তাঁদের জনপ্রিয়তা কোনও অংশে কম ছিল না। প্রতিটি শিল্পী এই সিরিয়ালের চরিত্রের নামেই বিখ্যাত হয়ে আছেন। তেমনই একটি চরিত্র সবিতা ভিরানি। তুলসীর শাশুড়ি সবিতা বহুর চরিত্রে অভিনয় করেন অপরা মেহতা। তিনিও আবার ফিরছেন এই সিরিয়াল দিয়ে। যা তাঁর ভক্তদের কাছে সুখবর। কয়েক পর্বের শুটিংও শুরু করে ফেলেছেন অভিনেত্রী। এত বছর পর সেই আইকনিক চরিত্রে আবার শুটিং করতে যাওয়া বিরল ঘটনা যে কোনও অভিনেতার কাছেই।
একতা কাপুরের আরও একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন অপরা, কিন্তু একমাত্র কিঁউকি থেকেই সবিতা বহু চরিত্রে সর্বাধিক সাফল্য পান তিনি। আর এই চরিত্র করতে করতেই অফার পান সঞ্জয় লীলা বনশালীর 'দেবদাস' ছবির।
'দেবদাস' ছবিতে ছোট্ট রোলেও তিনি টেলিভিশনের জনপ্রিয় মুখ হওয়াতে নজর কেড়ে নেন। চন্দ্রমুখীর বাঈজি কোঠায় বাঈজিদের প্রধানের চরিত্রে অভিনয় করেন অপরা। সে অর্থে বেশি সংলাপও ছিল না, তবু তাঁর লাস্য মন জয় করে নেয় সবার।
সালটা ২০০০। কিঁউকির শুটিং সেরে এসে বাড়িতে আলু টিক্কা বানাচ্ছিলেন অপরা। তখনই বেজে ওঠে ল্যান্ডফোন। ফোন তোলা মাত্র কানে আসে 'আমি সঞ্জয় লীলা বনশালী বলছি, দেবদাসের একটা চরিত্রে ভেবেছি আপনাকে'! 'দেবদাস' ছিল অপরার কাছে ড্রিম প্রজেক্ট। আর তাতেই তিনি সুযোগ পান।
সঞ্জয়ের বাড়ি গিয়ে অপরা জানতে পারেন সবিতার চরিত্রে তাঁর দাপুটে অভিনয় দেখেই সঞ্জয়ের স্ত্রী তাঁকে এই বাঈজি চরিত্রে প্রথম ভাবেন।
'কিঁউকি' আর 'দেবদাস' তাঁর কেরিয়ারে সবথেকে জনপ্রিয় কাজ। তবে এরপর বর্তমানে অপরাকে আর দেখা যাইনি। বহুদিন পর আবার সবিতা চরিত্র দিয়েই হবে তাঁর কামব্যাক। সঙ্গে অবশ্যই ছেলে মিহির আর বৌমা তুলসী। কামব্যাকেও এই সময়ের দর্শকের কাছে কতখানি গ্রহণযোগ্যতা আছে এই চরিত্রর সময় বলবে।