শেষ আপডেট: 21st September 2024 19:09
দ্য ওয়াল ব্যুরো: মা হওয়ার পর থেকেই নিজেকে ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন অনুষ্কা শর্মা। জীবনে আমূল পরিবর্তন এসেছে অভিনেত্রীর। বর্তমানে স্বামী বিরাট কোহলি, দুই ছেলে মেয়ে ভামিকা এবং অকায়কে নিয়ে লন্ডলে জমিয়ে সংসার করছেন।
তবে সম্প্রতি তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। একটি অনুষ্ঠানে অংশ নিতেই শহরে পা রেখেছিলেন তিনি। আর সেই অনুষ্ঠানেই সংসার নিয়ে মুখ খোলেন তিনি। জানান, একজন আদর্শ মা হয়ে উঠতে পারেননি অনুষ্কা।
শুধু তিনি নন, বিরাটও নাকি আদর্শ বাবা হতে ব্যর্থ। স্লার্প ফার্মসের 'ইয়েস মমস অ্যান্ড ড্যাডস' ইভেন্টে অনুষ্কা বলেন, 'পারফেক্ট মা-বাবা হওয়ার প্রচুর চাপ থাকে। তবে আমরা পারফেক্ট নই। ভামিকা এবং অকায় দু'জনেই আমাদের মা বাবা হিসেবে পেয়ে খুশি নয়। তাদের প্রচুর অভিযোগ।'
তিনি আরও বলেন, 'আমি যে তাদের পারফেক্ট মা নই। তা আমি তাদেরকে জানিয়ে দিয়েছি। কারণ মনে করি সন্তানদের কাছে নিজেদের ভুলগুলো মেনে নিলে ওদেরও চাপ কমবে। ওরাও আমাদের বুঝতে পারবে। তাছাড়া মেয়ে এখন খুবই ছোট। আমার মনে হয় না, আমি ওকে সরাসরি কিছু শেখাতে পারব। তবে যতটা সম্ভব পারছি কোনটা ঠিক কোনটা ভুল সেটা শিখিয়ে দিচ্ছি।'