শেষ আপডেট: 24th September 2023 14:12
দ্য ওয়াল ব্যুরো: একদিকে যেখানে টলিপাড়ায় নড়বড় করছে একের পর এক ধারাবাহিকের ভবিষ্যৎ, সেখানে ব্যতিক্রম একমাত্র স্টার জলসার অনুরাগের ছোঁয়া। গত ১ বছর ধরে টিআরপি তালিকায় টানা ১ নম্বর জায়গাটা ধরে রেখেছে এই ধারাবাহিক। সূর্য-দীপার প্রেমের কাহিনীর পাশাপাশি দর্শকদের মন ছুঁয়েছে সোনা এবং রূপার চরিত্রে দুই খুদের অভিনয়ও।
তবে, ধারাবাহিকের গল্প অনুযায়ী দীর্ঘ অপমানের পর দীপার মনে জমে রয়েছে অভিমানের পাহাড়। সে বরফ গলছে না কিছুতেই। দীপার মানভঞ্জনের জন্য এবার বিশেষ আয়োজন করা হয়েছে। আগামী সপ্তাহের রবিবার অর্থাৎ ১ অক্টোবর স্টার জলসার পর্দায় দেখা যাবে অনুরাগের ছোঁয়া-র বিশেষ পর্ব। সেখানে হাজির হতে চলেছেন স্টার জলসার প্রায় সবকটি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্ররা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমার শানুও।
তবে তার আগে সপ্তাহভর অনুরাগের ছোঁয়া-র পর্বে চলবে দীপা-সূর্যর কাছাকাছি আসার উদযাপন। সেই সঙ্গে হাই ভোল্টেজ ড্রামা যাকে ছাড়া অসম্পূর্ণ, ধারাবাহিকের সেই খলনায়িকা মিশকার উপস্থিতি তো থাকবেই। কোনও একটি বিস্ফোরক ঘোষণা করতে সেনগুপ্ত পরিবারে আনন্দের মধ্যেই এসে হাজির হবে মিশকা। কী সেই ঘোষণা? উত্তর লুকিয়ে অনুরাগের ছোঁয়ার পর্বে।
ছেলের বড় হওয়ার সাক্ষী হব! রাজের সঙ্গে বিচ্ছেদের পর আর কী চান পরীমনি