শেষ আপডেট: 4th February 2025 20:44
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টিভেজা সমুদ্র সৈকত। সেখানেই একটি জ্যাকেটের নিচে আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুর। ‘আশিকি ২’-এর সেই রোমান্টিক দৃশ্য আজও দর্শকদের মনে গেঁথে আছে। আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরের জুটি তখন সুপারহিট হয়েছিল। এবার পালা ‘আশিকি ৩’-এর। দীর্ঘদিন ধরে এই সিক্যুয়েল নিয়ে নানা জল্পনা চলছিল বলিউডে, কিন্তু শুটিং শুরু হচ্ছিল না। অবশেষে অনুরাগ বসু জানিয়ে দিলেন, অপেক্ষার অবসান হতে চলেছে! মার্চ থেকেই শুরু হবে ছবির শুটিং।
এই সিক্যুয়েলে মূল চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান। ‘সোনু কে টিটু কি সুইটি’ থেকে ‘ভুলভুলাইয়া ২’— একের পর এক সুপারহিট সিনেমার নায়ক কার্তিক এবার নতুন রোমান্সের গল্প বলবেন ‘আশিকি ৩’-এর মাধ্যমে। তবে ছবির নায়িকা কে হবেন, তা এখনও নিশ্চিত নয়। পরিচালক অনুরাগ বসু জানান, 'নায়িকা এখনও ঠিক হয়নি। ঠিক হলে সবাই জানতে পারবেন।'
প্রথমে শোনা গিয়েছিল, ‘অ্যানিম্যাল’ খ্যাত তৃপ্তি দিমরি এই ছবিতে অভিনয় করবেন। কিন্তু পরে খবর আসে, তিনি ছবির অংশ নন। গুঞ্জন ছড়ায়, চরিত্রের সঙ্গে তাঁর চেহারা বা ব্যক্তিত্ব মানানসই নয় বলেই বাদ পড়েছেন। যদিও পরিচালক একথা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তবে প্রশ্ন থেকেই যায়— শুটিং শুরু হতে চলেছে মাত্র কয়েকদিন পর, আর এখনো কি সত্যিই নায়িকা চূড়ান্ত হয়নি? নাকি পরিচালকের এই গোপনীয়তার পেছনে রয়েছে বড় চমক?
অনুরাগ বসুর ছবিতে প্রেম সবসময়ই কাব্যময়তার ছোঁয়া নিয়ে আসে। ‘বরফি’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘কাইটস’-এর মতো সিনেমায় তাঁর প্রেমের গল্প দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে। এবার ‘আশিকি ৩’-এ সেই রোমান্স নতুন রূপে ধরা দেবে, এমনটাই আশা অনুরাগীদের। পরিচালক জানান, ২০২২ সালেই ছবির পরিকল্পনা হয়েছিল, তবে নানা কারণে কাজ শুরু হতে দেরি হয়। এখন প্রি-প্রোডাকশন প্রায় শেষ পর্যায়ে। ফলে দর্শকদের অপেক্ষার অবসান হতে চলেছে শিগগিরই। এবার দেখার, কার্তিকের বিপরীতে শেষ পর্যন্ত কাকে দেখা যাবে, আর ‘আশিকি ৩’ আদৌ ‘আশিকি ২’-এর মতো ম্যাজিক সৃষ্টি করতে পারে কি না!