Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকারকোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই! ২১ জুলাই বিজেপির 'উত্তরকন্যা অভিযান' প্রসঙ্গে মমতাবাংলাভাষীদের উপর আক্রমণ, অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেকচন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, প্রধান শিক্ষক আটকমুখ্যসচিবের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারারা, আজকের মধ্যেই 'যোগ্য' তালিকা প্রকাশের দাবিSSC: নতুন নিয়োগ বিধি ঘিরে হাইকোর্টে টানাপড়েন, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ
Anurag Basu-Ranbir Kapoor

রণবীর অনেক কথা বলেছিল, আমিও, ওরটা ভাইরাল হয়!: অনুরাগ বসু

বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’। তবে ছবি রিলিজ মানেই নিশ্চিন্ত বিশ্রাম, আয়েশে দিনযাপন—এ কথা যেন তাঁর অভিধাতেই নেই। বরং ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নতুন দৌড়ঝাঁপ। 

রণবীর অনেক কথা বলেছিল, আমিও, ওরটা ভাইরাল হয়!: অনুরাগ বসু

অনুরাগ-রণবীর

শেষ আপডেট: 5 July 2025 09:52

শুভঙ্কর চক্রবর্তী


বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’। তবে ছবি রিলিজ মানেই নিশ্চিন্ত বিশ্রাম, আয়েশে দিনযাপন—এ কথা যেন তাঁর অভিধাতেই নেই। বরং ছবির মুক্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে নতুন দৌড়ঝাঁপ। কখনও মুম্বই, কখনও পুনে, তো কখনও অন্য শহরে ঘুরে ঘুরে নিজের সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিচালক। সাক্ষাৎকারে কথা বলার সময়ও মাঝে মাঝেই ফোনের নেটওয়ার্ক বিঘ্ন ঘটছিল, তবু হালকা হাসি দিয়ে বোঝালেন—এটাই তাঁর স্বাভাবিক দশা। অনুরাগ বললেন, “চিন্তার কিছু নেই, সব টেনশন কাজ নিয়ে। সিনেমা মুক্তির আগে এক পরিচালক কতটা দৌড়োয়, সেটা আমিই জানি।”


ছবির গান ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোবাইল রিংটোন—‘কায়দে সে মোহব্বত’ থেকে ‘দিল কা কেয়া’—সব গানই এখন শ্রোতাদের প্রিয়। অথচ পরিচালক নিজেই নাকি আর গান শোনেন না! মুচকি হেসে বলেন, “এতবার শুনেছি—তৈরির সময়, শুটিংয়ে, এডিটিংয়ে—এখন এগুলো আর আমার গান নয়, শ্রোতাদের হয়ে গেছে। আমিও শুনি না, প্রীতমও না!”

 


সাক্ষাৎকারের শেষে ছিল চটজলদি কিছু প্রশ্নোত্তর। ফুচকা না মিষ্টি? অনুরাগের বেছে নেওয়া ফুচকা। ক্যামেরা না কলম? জবাব এল—কলম। আর রণবীর কাপুর না আদিত্য রায় কাপুর? কোনও দ্বিধা ছাড়াই বললেন—রণবীর।


তবে এখানেই আসল চমক। একসময় রণবীর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হলেও জগ্গা জাসুস ছবির সময় থেকেই সেই সম্পর্কে ফাটল ধরে। ছবির সহ-প্রযোজক রণবীর বারবার কাজের দেরি, বাজেট বৃদ্ধি এবং স্ক্রিপ্ট বদল নিয়ে বিরক্তি প্রকাশ করেন। অনুরাগের হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসে সমস্যায় পড়েছিল গোটা টিম। যদিও অনুরাগ কখনও প্রকাশ্যে কিছু বলেননি, তবে তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং সৃষ্টিশীলতার জন্য প্রয়োজনীয় সময়ের দাবির কথা বারবার শোনা গেছে।


এই মতানৈক্য এতটাই গভীর হয়েছিল যে জগ্গা জাসুস মুক্তির পর আর কোনও প্রজেক্টে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাঁদের। অনেকেই ভেবেছিল, বরফি-র পর এই জুটি আরও দুর্দান্ত সিনেমা উপহার দেবে, কিন্তু বাস্তবতা অন্য কথা বলেছে।


তবু অনুরাগের মুখে রণবীরের নাম যেন এখনও একচেটিয়া জায়গা নিয়ে বসে। প্রশ্ন করা হল—রণবীর না রাজকুমার রাও? অনুরাগ আবারও বেছে নিলেন রণবীরকে। আর ঝামেলার প্রসঙ্গে বললেন, “ঝামেলা কোনওদিন হয়নি। আমিও অনেক কথা বলেছিলাম, ওরটা ভাইরাল হয়ে যায়।” তিনি আরও যোগ করেন, “রণবীর এখন পরপর দুটো ছবি করছে। তাই শিডিউল মেলানো যাচ্ছে না। তবে ওর সঙ্গে কাজ করলে অভ্যাসটাই খারাপ হয়ে যায়। এত ভাল অভিনেতা—তারপর আর কারও সঙ্গে কাজ করতে ইচ্ছে করে না!”
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, যতই পুরনো ফাটল থাকুক, রণবীর আজও অনুরাগের ‘মোহব্বতের কায়দা’। মাসে মাসে তানির প্রেমে পড়া হোক কিংবা ক্যামেরার পেছনে রণবীরের জন্য দুর্বলতা—এই গল্প বলিউডের অন্যতম সেরা পরিচালক-অভিনেতা জুটির বন্ধন যে এখনও অটুট, তা অনুরাগের কথাতেই স্পষ্ট।


ভিডিও স্টোরি