শেষ আপডেট: 26th February 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের মরশুমে এল আরও এক বিয়ের খবর। ইন্ডাস্ট্রিতে চলা কানাঘুষোকে সত্যি করে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনুপম রায়।
২০২১ সালে প্রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ইতি টানেন গায়ক। তারপর গত বছর পরমব্রতর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এবার অনুপমও নতুন করে ঘর বাঁধতে চলেছেন। জানালেন পাত্রীর নামও, প্রশ্মিতা পাল। বাংলায় বহু ছবিতে গান গেয়েছেন তিনি।
সূত্রের খবর, প্রশ্মিতারও আগের সম্পর্ক কিছুদিন আগেই ভেঙেছে। অন্যদিকে অনুপমের কথা কারও অজানা নেই। প্রশ্মিতার সঙ্গে অনুপমের আলাপ বহু বছরের। তবে বন্ধুত্বের বাইরে তা কিছুই ছিল না। প্রিয়ার চলে যাওয়া অনুপমের জীবনের সবচেয়ে বড় ক্ষতি, জানিয়েছিলেন গায়ক নিজেই। এবার প্রশ্মিতার হাত ধরে ক্ষতিপূরণ হবে এমনই আশায় বন্ধুত্বকে অন্য স্তরে নিয়ে গেলেন অনুপম। গত বছর জন্মদিন থেকেই সম্পর্কের গুঞ্জন শোনা গেছিল, এবার সেই গুঞ্জনে সিলমোহর দিলেন অনুপম নিজেই। জানালেন, বড় করে বিয়ের ইচ্ছে নেই। ছোট আয়োজনেই চারহাত এক করবেন। ২ মার্চ বিয়ে করবেন দুজনে।
রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না' (বলো দুগ্গা মাইকি)-র মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও ‘তোমায় নিয়ে গল্প হোক’ (হাইওয়ে)-র মতো গান গেয়েছেন প্রশ্মিতা।