শেষ আপডেট: 22nd July 2022 12:21
দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রানাউতের পরবর্তী ছবি 'এমার্জেন্সি'-তে (Emergency) ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা জয়প্রকাশ নারায়ণ ওরফে জেপি নারায়ণের ভূমিকায় অভিনয় করতে চলেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের।
এই বিষয়ে কঙ্গনা বলেন, 'অনুপম খেরের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।' তিনি আরও বলেন যে, 'আমি এমন একজন অভিনেতাকে চেয়েছিলাম যার ব্যক্তিত্ব জেপি নারায়ণের সঙ্গে মেলে। সেদিক থেকে অনুপম খেরকেই সবথেকে ভাল মানানসই লেগেছে। এছাড়াও তাঁর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। তিনিই এই চরিত্রটি সবথেকে ভাল সিনেমায় ফুটিয়ে তুলতে পারবেন।
ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি নষ্ট করছেন কঙ্গনা! ‘এমার্জেন্সি’ নিয়ে তোপ কংগ্রেসের
কঙ্গনার তাঁর প্রতি অগাধ ভরসা নিয়ে আপ্লুত অনুপম খেরও। প্রবীণ এই অভিনেতা বলেন, 'জেপি নারায়ণ সম্পর্কে কঙ্গনা যেই ব্যাখ্যাটি দিয়েছেন, তা সত্যিই আকর্ষণীয়। একইসঙ্গে কঙ্গনা যেভাবে চরিত্রটিকে সাজিয়েছেন, সেটা তারিফ করার মতো। আমি অভিনয় করছি বলে বলছি না, এই সিনেমায় জেপি নারায়ণের চরিত্রটি সত্যিই নায়কোচিত।'
প্রসঙ্গত, জরুরি অবস্থা ও তার পরবর্তী সময়ে জেপি নারায়ণ ছিলেন অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি যেভাবে ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন এবং সকলকে একজোট করেছিলেন তা মনে রাখার মতো। এমনকি তাঁকে স্বাধীন ভারতের গান্ধীও বলতেন অনেকে। সাধারণ মানুষের ওপর তাঁর প্রভাব ছিল বিশাল। ১৯৯৯ সালে তাঁকে মরণোত্তর ভারতরত্ন দিয়ে সম্মানিত করে ভারত সরকার।