শেষ আপডেট: 6th November 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: দেশের চরিত্রাভিনেতাদের মধ্যে প্রথম দিকেই আসে তাঁর নাম। ১৯৮৪ সালে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম ছবি ‘সারাংশ’। কথা হচ্ছে অভিনেতা অনুপম খেরের। ক্যারিয়ারে পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। সদ্য ৬৯ -এ পা দিয়েছেন অনুপম। তবে বয়স বেড়ে গেলেও, কাজের ব্যাপারে এখনও এনার্জিতে নবপ্রজন্মের অভিনেতাদের চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না তাঁকে। তবে এবার উল্টো স্রোতে ভাসলেন অনুপম। নিজেই শেয়ার করলেন তাঁর শুরুর পথটা মোটেই সহজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে আজকের এই জায়গায় এসে পৌঁছিয়েছেন। এমনকি এমনও একটা সময় ছিল, যখন বাড়ি থেকেও বের করে দেওয়া হয় অনুপমের পরিবারকে। কারণটা নিজে মুখেই স্বীকার করে নিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'যখন ১৯৮৪ সালে আমার প্রথম ছবি ‘সারাংশ’ মুক্তি পায়, তখন আমার বয়স ছিল ২৮ বছর। সেই ছবিতে আমাকে ষাটোর্ধ্ব চরিত্রে অভিনয় করতে হয়েছিল। ভাবতেই পারিনি মানুষ তা এত পছন্দ করবে। তবে প্রথম থেকেই আমি মনে প্রাণে এটারই চেষ্টা চালিয়ে গিয়েছিলাম, যাতে আমি চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারি। তার কারণ আমাকে এই চরিত্র দিয়েই প্রমাণ করতে হত যে, আমি আগামী চার দশক সিনেমা জগতে টিকে থাকতে পারব।'
তিনি আরও বলেন, 'আমি ভাবতেই পারিনি আমাকে কোনও ছবিতে নেওয়া হবে। খুব কম বয়সেই আমার টাক পড়ে যায়। অনেক পরিচালক আমাকে ছবিতে নিতে চাননি। কারণ একটাই মাথায় চুল নেই। অডিশনেরও কোনও সুযোগ দেওয়া হয়নি। দেখতেই চাননি যে সেই চরিত্রের জন্য আমি আদৌ উপযুক্ত কি না।'
পুরনো দিনের কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি এত কিছুর পরেও হার মানিনি। জানতাম আমাকে এখানে কিছু একটা করে দেখাতেই হবে। ১৯৮৩ সালে মুম্বইয়ে পরিবারের সঙ্গে ভাড়াবাড়িতে থাকতাম তখন আমি। ইন্ডাস্ট্রিতে সুযোগের জন্য প্রতিনিয়ত দরজায় দরজায় ঘুরেছি। কোথাও কেউ কাজ দিচ্ছে না।'
তিনি বলেন, 'সেই সময় আমার তিন মাসের বাড়িভাড়া বাকি। বাড়ি ফিরে দেখেছিলাম বাড়িওয়ালা আমার আসবাবপত্র বাইরে বারান্দায় বার করে দিয়েছেন। তখন এক প্রযোজকের থেকে ২ হাজার ১০০ টাকা নিয়ে বকেয়া ভাড়া দিয়েছিলাম। তারপরে কোথাও কেউ থাকার জায়গা দেয়নি টাকা ছিল না বলে। মুম্বইয়ের সি বিচে রাত কাটিয়েছি। এখন সেসব স্বপ্নের মতো মনে হয়।'