শেষ আপডেট: 2nd August 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: বর্ষীয়ান অভিনেতা অনুপম খের তাঁর ৫৪২-তম সিনেমার শুটিং শুরু করলেন। সিনেমার নাম স্বাধীনতা আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত লন্ডনস্থিত 'দি ইন্ডিয়া হাউস'। একথা জানিয়ে নির্মাতা সংস্থা অভিষেক আগরওয়াল আর্টস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি পোস্ট করায় অনুপম খেরের ভক্ত ও সমগ্র সিনেপাড়া উদ্বেলিত হয়ে পড়েছে।
ইনস্টাগ্রামে বিহাইন্ড দ্য সিন বা বিটিএস ক্লিপে দেখা গিয়েছে, অনুপম খের একটি ভ্যানিটি ভ্যানে (চলমান সাজঘর) উঠছেন। যেখানে সম্পূর্ণ অপরিচিত সাজে প্রায় অচেনা অনুপমের সাক্ষাৎ মিলেছে। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, 'দ্য টাইমলেস টাইটান অফ ইন্ডিয়ান সিনেমা' অ্যাট দ্য রেট অনুপমখেরজি হ্যাশট্যাগদিইন্ডিয়ানহাউসের শুটিং শুরু করলেন। চলচ্চিত্রে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা সময়ের দলিল এই ছবিতে একটি শক্তিশালী ও প্রধান চরিত্রে অভিনয় করছেন।
অনুপম খেরও তাঁর এক্স হ্যান্ডলে ছবির সেটে তোলা এই ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, একটি বিশেষ ঘোষণা। গোটা ভারতের সময়কেন্দ্রিক ও ইতিহাসভিত্তিক ড্রামা দি ইন্ডিয়ান হাউস আমার ৫৪২-তম চলচ্চিত্রাভিনয়। আপনাদের সকলকে ধন্যবাদ। অভিনেতা রামচরণ, নিখিল এবং অভিষেককে ধন্যবাদ জানিয়েছেন অনুপম। তাঁরা যেভাবে এই ভিডিওতে তাঁর প্রতি ভালোবাসা, প্রশংসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তাতে অত্যন্ত খুশি অনুপম।
দি ইন্ডিয়া হাউসের হাত ধরে দক্ষিণী অভিনেতা রামচরণ প্রযোজনার দুনিয়ায় এলেন। গত মাসে দি ইন্ডিয়া হাউসের পুরো টিম একটি মহাপূজার আয়োজন করেছিল। হাম্পির বিরূপাক্ষ মন্দিরে এই পুজোর আয়োজন করা হয়েছিল। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন নিখিল সিদ্ধার্থ ও সাই মঞ্জরেকরও সেখানে উপস্থিত ছিলেন।
রামচরণ এক্সবার্তায় লিখেছেন, ইন্ডিয়া হাউসের সঙ্গে জড়িয়ে থাকতে পারে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি এই ছবি গোটা বিশ্বের চিত্রানুরাগীদের কাছে গ্রহণযোগ্য হবে। অভিষেক আগরওয়াল লিখেছেন, অনুপম খেরের অভিনয় নিষ্ঠা ও অভিনয়ের প্রতি তাঁর অদম্য প্রেম একটি নজিরবিশেষ। তাঁর অভিনয় কেবলমাত্র অনুপম তাই নয়, জীবনের একেবারে বাস্তব জমিতে দাঁড়িয়ে থাকে।
এই ছবিতে অনুপম খের শ্যামজি কৃষ্ণ ভার্মার চরিত্রে অভিনয় করছেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের পশ্চাদপটে ছবির কাহিনি ডানা মেলেছে। পরিচালক রাম ভামী কৃষ্ণা। আগামী বছর ছবিটি মুক্তি পাবে।