শেষ আপডেট: 11th February 2025 16:26
দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি আজও দগদগে। আজও হয়তো মনখারাপ হয় পরিচালকের। দীর্ঘ ১৮ বছর হয়ে গিয়েছে, প্রিয় অভিনেতাবন্ধুর সঙ্গে কথা হয়েছে। আজ যখন তাঁর প্রসঙ্গ উঠে আসে শব্দ আটকে যায় পরিচালক অনুভব সিনহার।
সম্প্রতি ‘IC814: Kandahar Hijack’-এর মাধ্যমে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ হলো অনুভব সিনহার। প্রশংসাও পেয়েছেন অজস্র। তবে ২০০৭ সালে পরিচালিত ‘ক্যাশ’ ছবির কথা উঠতেই মনে পড়ে গেল তাঁর অভিনেতাবন্ধু অজয় দেবগণের কথা। এক সাক্ষাৎকারে অনুভব বলেন, ক্যাশ সিনেমায় অভিনয়ের পর থেকে, বলিউড সুপারস্টার অজয়, অনুভব সিনহার সঙ্গে আর কখনও কথা বলেননি। সঙ্গে এও বলেন, তাঁদের দু’জনের মধ্যে কখনও কোনও ঝগড়া হয়নি।
এক সাক্ষাৎকারে, অজয় দেবগনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন অনুভব, বলেন, ‘আমাদের মধ্যে কখনও ঝগড়া হয়নি। ও আমার সঙ্গে কথা বলে না এবং ঠিক কী কারণে তা আমি জানি না। ‘ক্যাশ’ ছবির পর থেকে, আমাদের দেখাসাক্ষাৎও হয়নি। এটাও বলতে পারি না আমাকে ও উপেক্ষা করেছে বা অ কিছু। এটাও হতে পারে আমি বেশিই ভাবছি।’
কিন্তু, এসবের পরেও মেসেজ করেছেন অনুভব, সাড়া পাননি। বললেন, ‘আমি তাকে একাধিক টেক্সট করেছি, কিন্তু কোনও উত্তর পাইনি। আমি নিজেকে এটা বলে বুঝিয়েছি, যে হয়তো ও ভুলে গিয়েছে কিংবা আমার মেসেজ মিস করেছে। কিন্তু, এটা ঠিক আমাদের শেষ কথাবার্তা প্রায় ১৮ বছর আগে হয়েছে।’
পরিচালক আরও বলেন যে তিনি ধরে নিয়েছেন যে তাঁর কিছু চিন্তাভাবনা কিংবা মতামত যা তিনি জনসমক্ষে রেখেছেন তার দরুণ অভিনেতার সঙ্গে এই দূরত্ব তৈরি হয়েছে। ‘এর মধ্যে, আমি কিছু মানুষের রাজনৈতিক অবস্থান নিয়ে কিছু মন্তব্য করি, এটাও হতে পারে ওকে (অজয় দেবগণ) নিয়েও কিছু বলেছি। তবে তিনিই একমাত্র ব্যক্তি নন যার সম্পর্কে আমি মন্তব্য করেছি। আমি বিভিন্ন ব্যক্তির প্রসঙ্গে কথা বলেছি, কিন্তু আজও তাঁদের সবার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি ওর ভক্ত, শুধু তাই নয় একজন অভিনেতা এবং ব্যক্তি হিসেবে অজয়কে সত্যিই সম্মান করি।’
যাই হোক, এসবের মাঝেও অনুভব মনে করেন অজয় দেবগণ, সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম, ‘অজয় আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন ছিলেন। আমি ওকে অভিনেতা এবং ব্যক্তি উভয়ভাবেই ভালোবাসতাম। ওর সঙ্গে সময় কাটানো মজার ছিল। ও একেবারে 'ইয়ারো কা ইয়ার'-এর মতো। একজন বন্ধুর প্রয়োজনে সবর আগে সবসময় এগিয়ে আসে, অজয়ই।’