উদিত কী শুরু করেছেন?
শেষ আপডেট: 6th February 2025 20:05
দ্য ওয়াল ব্যুরো: সমালোচিত হয়েছেন বিস্তর। তাও যেন থামছেনই না উদিত নারায়ণ। আবারও এক ভিডিও ভাইরাল হয়েছে উদিত নারায়ণের। যে ভিডিয়োতে দেখা যাচ্ছে মহিলা ভক্তকে কাছে টেনে চুমু খেয়ে বসছেন বলিউডের এই রোম্যান্টিক গায়ক। ধিক্কার জানাচ্ছেন নেটিজেনরা। বলছেন, যা তিনি করছেন, তা ভিষণই কুৎসিত।
বছর কয়েক আগে সেরা গায়িকার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য ডাকা হয় উদিতকে। সেখানেও শ্রেয়াকে জাপটে তাঁর গালে চুমু খেয়ে বসেন উদিত। খানিক অপ্রস্তুতও হয়ে পড়েন শ্রেয়া। যদিও সুন্দরভাবে পুরো বিষয়টি সামাল দেন তিনি। উদিতের চুমু কাণ্ডের মরসুমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটিও। শুধু শ্রেয়া কেন অলকা ইয়াগনিকের সঙ্গেও ঘটে একই ঘটনা!
দিন কয়েক আগে হঠাৎ করেই ভাইরাল হন উদিত। চলছিল কনসার্ট। 'টিপ টিপ বরসা পানি'র তালে মঞ্চ মাতিয়ে রেখেছিলেন উদিত। মহিলা ভক্ত ছবি তোলার অনুরোধ জানাতেই চুমু খেয়ে ফেলেন ঠোঁটে। সেই ভিডিও ভাইরাল হতেই মুখ খুলেছিলেন উদিত। তিনি বলেন, "ভক্তরা এতটাই পাগল যে কী বলব। আমি কিন্তু এমনিতে এমনটা নই। খুবই ভদ্র। কিছু মানুষ এই ভাবেই তাদের ভালবাসা জাহির করে। এত ভিড়। তার মধ্যে দেহরক্ষীরাও থাকে। কিন্তু ওই যে ভক্তরা মনে করেন দেখার সুযোগ মিলছে কাছ থেকে যাই একটু হ্যান্ডশেক করে আসি, যাই একটু হাতে চুমু খেয়ে আসি। ওই নিয়ে এত মাতামাতি করার কিছু নেই।"
যদিও উদিতের এই তত্ত্ব মানতে চান না তাঁর ভক্তদের একটা বড় অংশ। তাঁদের মতে এ হেন ব্যবহার মোটেও তাঁরা আশা করেন না গায়কের থেকে। প্রকাশ্যেই সামাজিক মাধ্যমে গায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তবে উদিত নিরুত্তাপ। তাঁর দাবি, চুমুকাণ্ড তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে।