শেষ আপডেট: 17th March 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: আবারও জালিয়াতির শিকার মুম্বইয়ের ধারাবাহিকের শিল্পীরা। এক পানীয় ব্র্যান্ড শুটের নাম করে লক্ষ লক্ষ টাকার ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মেলেনি টাকা! বারংবার চেক বাউন্স হয়েছে,দেওয়া হয়েছে মিথ্যে আশ্বাস, তা সত্ত্বেও সবটাই এই মুহূর্তে বিশ বাঁও জলে। জালিয়াতির শিকার হওয়ার শিল্পীদের মধ্যে রয়েছেন অঙ্কিতা লোখন্ডে, তেজস্বী প্রকাশ, জয় ভানুশালীর মতো নামজাদারা। রয়েছেন বাঙালি অভিনেত্রী অদ্রিজা রায়ও। এক বুক স্বপ্ন নিয়ে যিনি বছর কয়েক আগেই পাড়ি দিয়েছিলেন মুম্বই।
অদ্রিজা জানিয়েছেন, গত বছর একটি এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনের কাজ তিনি করেন। শুটিং হয় অগস্ট মাসে। এরপর তাঁদের সামান্য কিছু অর্থ দেওয়া হলেও বেশিরভাগটাই মেলেনি। বারংবার আশ্বাস দেওয়া হলেও লাভ হয়নি। এমনকি চেক বাউন্সও হয়েছে।
এরপরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত অভিনেতা-অভিনেত্রীরা। পাঁচ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এর মধ্য একজন মধ্যপ্রদেশের বাসিন্দা। ইতিমধ্যেই পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তবে এখানেই শেষ নয়। কয়েক মাস আগে বন্ধু দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে বিদেশে গিয়েছিলেন অদ্রিজা। সেখানেও তিন লক্ষ টাকা খোয়া গিয়েছে তাঁর। সব মিলিয়ে বেজায় বিপাকে অভিনেত্রী।
যদিও তা নিয়ে বিশেষ কষ্ট পেতে নারাজ তিনি। টাকা গিয়েছে, টাকা আবার আসবে-- এই ভাবনাতেই বিশ্বাস করেন অদ্রিজা। মুম্বইয়ে যে স্বপ্ন নিয়ে এসেছিলেন অদ্রিজা, তা ক্রমেই সত্যি হতে শুরু করেছে। একের পর এক ধারাবাহিকে কাজ করছেন তিনি। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে সুপারহিট হিন্দি ধারাবাহিক 'অনুপমা'তে। ওই ধারাবাহিকের তাঁর চরিত্রের নাম রাহি। গত ডিসেম্বরে অভিনেত্রী আলিশা পারভিনের বদলে অদ্রিজাকে দেখা যাচ্ছে চরিত্রটি। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রূপালী গঙ্গোপাধ্যায়। দুই বাঙালির অফস্ক্রিন কেমিস্ট্রি বেশ ভালই জমে উঠেছে।