শেষ আপডেট: 9th January 2025 10:59
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত 'পদ্মশ্রী' চলচ্চিত্র প্রযোজক-সাংবাদিক প্রীতিশ নন্দী। বয়স হয়েছিল ৭৩। মুম্বইতে সাংবাদিকতা ও সিনেমা নিয়ে কাজ করলেও তাঁর শিকড় ছিল কলকাতায়। প্রেসিডেন্সির এই প্রাক্তন ছাত্র কাজও করেছেন কলকাতার শিল্পীদের নিয়ে। বাংলা ছবি নিয়ে তাঁর কাজের ইচ্ছে ছিল প্রবল। মৃত্যুর খবর পেয়ে স্মৃতির অতলে ডুবলেন একদা সঙ্গী অঞ্জন দত্ত।
প্রীতিশ নন্দী নেই। শুনে প্রথমেই গলার আওয়াজ ভারী হয়ে আসে বর্ষীয়ান শিল্পীর। তারপর একে একে তাঁর কথায় উঠে আসে তাঁদের সময়কার একাধিক গল্প। উঠে আসে 'বো বারাক ফর এভার' সিনেমার কথা। এই ছবি দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছিলেন অঞ্জন দত্ত। প্রীতিশ না থাকলে, এমনটা হত না। ছবিটি অঞ্জন দত্তকে নতুন রাস্তায় হাঁটার কনফিডেন্স দেয়। ঝুলিতে আসে পুরস্কারও। ছবিটির হাত ধরেই উঠে আসে একাধিক কথা।
অঞ্জন দত্ত বলেন, 'আমার মনে হয় প্রীতিশ নন্দী অন্যতম ক্ষুরধার লেখক ছিলেন। ইন্দো-ইংলিশ কবি। ওঁর কবিতা পড়তে পড়তে বড় হয়েছি। এত সুন্দর লেখা। সাংবাদিক হিসেবে 'ইলাস্ট্রেটেড উইকলি' ম্যাগাজিনকে একটা বড় জায়গায় দাঁড় করানোর পিছনে ওঁ ছিলেন।'
ক্যালকাটার স্পিরিট ধরে রাখার অন্যতম মুখ ছিলেন তিনি। শিল্পী বলেন, 'পরে বম্বেতে গিয়ে পিএনসি একটা বড় নাম হয়ে যায়। সুধীর মিশ্রার হাজারো খোয়াইশে অ্যায়েসির পুনর্জন্ম দিয়েছিলেন। প্রীতিশ না থাকলে হাজারো খোয়াইশে অ্যায়েসির মতো সিনেমা হত না। সুজয় ঘোষ ঝঙ্কার বিটস, হত না। এই সব সিনেমাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, মনে রাখতে হবে। এই সুধীর মিশ্রা বা সুজয় ঘোষকে ফিরিয়ে আনা। ওই সময় বম্বেতে হয়তো এমন কেউ করেননি।'
এরপরই উঠে আসে তাঁদের একসঙ্গে কাজ করার প্রসঙ্গ। বলেন, 'অবশ্যই বো বারাকস ফর এভার করবে বলেছিল। বলেছিল মুম্বইতে থেকে এই ছবিটা আমি করবই। ও নিল ছবিটা। করল। টাকা খরচা করে গোটা দেশে রিলিজ করল। এই রিলিজ না হলে আমি ডিরেক্টর হিসেবে আমার নতুন জার্নিটা এগোত না। আমি এর জন্য অবশ্যই প্রীতিশ নন্দীর কাছে কৃতজ্ঞ। ওঁ আমাকে একটা ন্যাশনাল রিলিজ দেয়। বিভিন্ন জায়গায় পাঠায়। পুরস্কার পায়।'
অঞ্জন দত্ত আরও বলেন, 'পরে ম্যাডলি বাঙালি সিনেমাটাও ও নিতে চেয়েছিল। বলেছিল, আমাকে দিয়ে দাও সিনেমাটা আমি ন্যাশনাল রিলিজ করে দেব। আমার প্রোডিউসার রাজি হয়নি। কিন্তু ও চেয়েছিল। খুব পছন্দ করেছিল ছবিটা। আমরা একটা ছবি নিয়ে পরে বসেছিলাম অনেকদিন।' আমার লেখা অন্যতম সেরা স্ক্রিপ্ট। আমার স্কুল জীবন নিয়ে। স্কুল জীবনের সম্পর্ক নিয়ে। 'মেরা নাম জুলিয়েট' বলে একটা স্ক্রিপ্ট। ইংরাজি। এই নিয়ে অনেকবার মুম্বইতে গেছি আমি-নীল। প্রীতিশদার খরচায়। কাজটা নিয়ে কথা হয়েছে। কিন্তু কাজটা হয়নি ঠিক মতো কাস্ট পাওয়া যায়নি বলে। অন্য ধরনের গল্প নিয়ে কাজ করতে চাইতেন। নয়তো আমার সঙ্গে পরে যোগাযোগ রাখবে কেন বো বারাকসের পর।'