
দ্য ওয়াল ব্যুরো: কার্টুন মানেই যেন ছোটবেলা। পুরনো ফেলে আসা দিনগুলোর স্মৃতি উস্কে দেয় অ্যানিমেশন। অ্যানিমেশনের মায়াজালে বোনা এক-একটা আস্ত সিনেমা একসময় টিভির দিকে চেয়ে গোগ্রাসে গিলত কচিকাঁচারা, পর্দা থেকে চোখ সরত না কিছুতেই। কার্টুন, অ্যানিমেশনের নাম শুনলে মনে পড়ে যায় সেই ছেলেবেলার কথা (Animation Characters Voice)। অ্যানিমেশনের কাঁধে চড়েই ফের ছুঁয়ে দেখা যায় হারানো শৈশব।
আরও পড়ুন: মনস্তাত্বিক মূল্যায়ণ বাধ্যতামূলক হোক, অভিনেত্রীদের আত্মহত্যার হিড়িক নিয়ে বললেন শ্রীলেখা
ছোটবেলায় এমন কতই না অ্যানিমেটেড চলচ্চিত্র শিশুমনকে মাতিয়ে রেখেছিল অন্য উন্মাদনায়। দ্য ইনক্রেডিবলস থেকে শুরু করে রোডসাইড রোমিও, অ্যানিমেশন মুভির হিন্দি ডাবিং আজকের শিশুদের মধ্যেও সমান জনপ্রিয়। আজকের প্রতিবেদনে তেমন কিছু পুরনো অ্যানিমেশন চলচ্চিত্রের খোঁজ রইল। সঙ্গে রইল সেই জনপ্রিয় অভিনেতা বা অভিনেত্রীর নাম যাঁরা ওই ছবিতে ডাবিং করেছেন (Animation Characters Voice)। তাঁদের কণ্ঠেই প্রিয় অ্যানিমেশন চরিত্রের হিন্দি সংলাপ বিখ্যাত হয়ে রয়েছে।
দ্য ইনক্রেডিবলস (Animation Characters Voice)

‘দ্য ইনক্রেডিবলস’ অ্যানিমেশন জগতে সুপারহিট। এই ছবির হিন্দি ভার্সনের নাম ‘হাম হ্যায় লা জবাব’। এখানেই মুখ্য চরিত্র মিস্টার লা জবাব-এ কণ্ঠ দিয়েছেন বলিউডের এমন এক ‘বাদশা’ যাঁর নামেই মাথা নত করে দেয় গোটা ইন্ডাস্ট্রি। তিনি আর কেউ নন, শাহরুখ খান।
রোডসাইড রোমিও (Animation Characters Voice)

২০০৮ সালে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘রোডসাইড রোমিও’ মুক্তি পেয়েছিল। এই অ্যানিমেটেড চলচ্চিত্রটিতে মূল রোমিও চরিত্রের পিছনে ছিল সইফ আলি খানের গলা। আর লায়লা চরিত্রে কণ্ঠ কে দিয়েছিলেন আন্দাজ করতে পারেন? করিনা কাপুর খান।
দিল্লি সাফারি (Animation Characters Voice)

নিখিল আদবানি পরিচালিত এই কমেডি অ্যানিমেশন মুভিতে অত্যন্ত জনপ্রিয় একটা চরিত্রের নাম বেগম। ছোট্ট সেই বাঘটার গলায় শোনা গেছে ঊর্মিলা মাতন্ডকারের কণ্ঠ! এছাড়াও এই ছবিতে কণ্ঠ দিয়েছেন অক্ষয় খান্না, গোবিন্দা, সুনীল শেট্টি এবং বোমান ইরানির মতো তারকারা।
রিও টু (Animation Characters Voice)

এই অ্যানিমেশন চলচ্চিত্রটিতে একটা নীল পাখি ছিল। তার নাম ছিল ‘ব্লু’। ওই চরিত্রে হিন্দি ডাবিং করেছেন ইমরান খান। জুয়েলের চরিত্রে কণ্ঠ দিয়েছেন সোনাক্ষী সিনহা।
প্লেনস (Animation Characters Voice)

২০১৩ সালে মুক্তি পাওয়া এই অ্যানিমেশন চলচ্চিত্রের হাত ধরেই কিন্তু হলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া! তিনি এই ছবিতে ‘ইশানি’র চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
জাম্বো (Animation Characters Voice)

এই ছবিতে অ্যানিমেশনের একটি হাতির নাম ছিল জাম্বো। তার সংলাপগুলো শোনা গিয়েছিল আমাদের খুব চেনা এক অভিনেতার গলায়। তিনি অক্ষয় কুমার। এছাড়া জাম্বো-তে যুবরাজ সিং, লারা দত্ত, ডিম্পল কাপাডিয়া, রাজপাল যাদবদের কণ্ঠও শোনা গিয়েছে।
আইস এজ: কলিশন কোর্স (Animation Characters Voice)

আন্তর্জাতিক অ্যানিমেশন দুনিয়ায় এই ছবি সুপারহিট। হিন্দিতেও তা ডাবিং করা হয়। সেই ছবিতে ‘বাক’ চরিত্রে কার কণ্ঠ লুকিয়ে রয়েছে জানেন? অর্জুন কাপুর।
দ্য জাঙ্গল বুক (২০১৬) (Animation Characters Voice)

অ্যানিমেশন চলচ্চিত্রের দুনিয়ায় দ্য জাঙ্গল বুক একটা ‘মাস্টারপিস’। এই ছবিতে খুব জনপ্রিয় একটা চরিত্র ‘বালু’ নামের ভালুক। হিন্দিতে বালুর কণ্ঠে শোনা গেছে ইরফান খানের গলা।
আরও পড়ুন: খাওয়ার পাতে একটু আচার ছাড়া চলে না? শরীরের জন্য ভাল না খারাপ

এই একই ছবিতে আরও এক বিখ্যাত অভিনেত্রী কণ্ঠ দিয়েছেন। রক্ষা নামের নেকড়ের কণ্ঠে লুকিয়ে আছেন সকলের প্রিয় শেফালি শাহ। এছাড়া প্রিয়াঙ্কা চোপড়া, ওম পুরির কণ্ঠও এই ছবিতে শোনা গেছে।
মহাভারত (Animation Characters Voice)

অ্যানিমেশনে ‘মহাভারত’ মুক্তি পায় ২০১৩ সালে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অজয় দেবগন, সানি দেওল, অনিল কাপুর, মনোজ বাজপেয়ী, জ্যাকি স্রফ কে ছিলেন না এই ছবিতে! দ্রৌপদীর চরিত্রে শোনা গেছে বিদ্যা বালানের গলা।