শেষ আপডেট: 29th January 2025 19:38
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী অনন্যা পাণ্ডে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন ফটোশুট করে তা শেয়ার করেন। শুধু তাই নয়, সেই সব ছবি নজর কাড়ে অধিকাংশ নেটিজেনের। আবারও নিজের লুক দিয়ে চমকে দিলেন ভক্তদের। সম্প্রতি এক ফটোশুটে নতুন স্টাইল স্টেটমেন্টে দেখা গেল তাঁকে—ঊর্ধ্বাঙ্গে সুতোর কোনও ছোঁয়া নেই, শুধু জুঁই ফুলের মালায় ঢাকা স্তনযুগল! তাঁর এমন লুক দেখেই আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়।
সাদা-সোনালি চেক ডিজাইনের ছয় গজের শাড়ির সঙ্গে অনন্যা পরেছেন জুঁই ফুল দিয়ে তৈরি অফ-শোল্ডার ব্লাউজ। খোলা চুল, চোখেমুখে দুষ্টু ইশারা, সব মিলিয়ে তাঁর রূপে যেন বসন্তের আবাহন! অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে এই ছবিগুলি শেয়ার করেছেন, যা দেখে রীতিমতো আলোড়ন উঠেছে নেটদুনিয়ায়।
View this post on Instagram
কেউ লিখেছেন, 'অপূর্ব সুন্দরী অনন্যা,' আবার কেউ তাঁর সাহসী ফ্যাশন চয়েসের প্রশংসা করেছেন। ফটোশুটের জন্য অনন্যার সাজও ছিল অনবদ্য। পোশাকের সঙ্গে মানানসই মেকআপ করেছেন মেকআপ আর্টিস্ট রিভিরাঁ লিন। সব মিলিয়ে, এই নতুন লুকের জন্য এখন তুমুল চর্চায় রয়েছেন অনন্যা পাণ্ডে।
সাজ-সজ্জা থেকে স্টাইল স্টেটমেন্ট—সব কিছু মিলিয়ে এই নতুন লুক নিয়ে এখন তুমুল আলোচনায় রয়েছেন অভিনেত্রী। তাঁর সাহসী ও অনন্য ফ্যাশন চয়েস মন কাড়ছে অনুরাগীদের, আর সোশ্যাল মিডিয়ায় তাঁর এই লুক নিয়ে প্রশংসার ঝড় উঠেছে।