শেষ আপডেট: 7th January 2025 20:07
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরেরও বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন অনন্যা পান্ডে। তবে শরীর নিয়ে কখনোই তিনি পুরোপুরি খুশি ছিলেন না। বহুবার শরীর নিয়ে অপমান সহ্য করতে হয়েছে, যেমন 'ফ্ল্যাট বডি' বলা হয়েছিল তাঁকে। সম্প্রতি, এক বডিকন পোশাকে ছবি শেয়ার করার পর, অনন্যা সম্পর্কে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। কিছু নেটিজেনদের মতে, তিনি নিতম্বে অস্ত্রোপচার করিয়েছেন। যদিও, এই বিতর্কের মধ্যেও অনন্যার সমর্থনে কিছু মানুষ মন্তব্য করেছেন।
সম্প্রতি তিনি Forbes India-এর সঙ্গে এক সাক্ষাৎকারে স্কুল জীবনের কিছু দুঃখজনক অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, ছোটবেলায় তাঁকে 'কুঁজো' এবং 'ফ্ল্যাট স্ক্রিন টিভি' বলে কটাক্ষ করা হত।
এছাড়া, তাঁর শরীরের বিভিন্ন অংশ নিয়েও নানান কথা শুনতে হতো তাঁকে। যেমন অনেকেই বলতো 'তুমি চিকেন লেগস'। এসব মন্তব্য তাঁকে দিনের পর দিন প্রচণ্ড আঘাত করে গেছে। আজও সেই কথা তিনি ভুলতে পারেন না। এমনটাই জানিয়েছেন সাক্ষাৎকারে।
অনন্যা আরও বলেন, 'যদিও অনেকেরই মনে হয়, আমি আমার শরীর নিয়ে খুশি, কিন্তু আমি খুবই অসন্তুষ্ট থাকি। আমি এখনও সেইসব মন্তব্য মনে করি, যা আমাকে অনেক বছর আগে বলা হয়েছিল। আমি বিশ্বাস করি, একজন অভিনেত্রী হিসেবে আমি আমার অবস্থাটা শেয়ার করলে অন্যরা বুঝতে পারবে যে, মানুষ সব দিক থেকে পারফেক্ট হতে পারে না। আমাদেরও অনেক পরিশ্রম করতে হয় পারফেক্ট হওয়ার জন্য।'
মাত্র ১৮ বছর বয়সে বলিউডে ডেবিউ হয়েছিল অনন্যা পান্ডের। যদিও প্রথম ছবিতে দর্শকের মন জয় করতে ব্যর্থ হন তিনি। বরং নেপোটিজমের অভিযোগ ওঠে।
চাঙ্কি পান্ডের মেয়ে বলেই কাজ পেয়েছেন তিনি– মনে করা হয় এমনটাই। যদিও এই প্রসঙ্গ নিয়ে আজও চুপই আছেন অনন্যা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ তিনি।